অবনীর সোনার পর এবার রুপো মনীশের, প্যারিসে ফের উজ্জ্বল ভারত

প্যারিসে শুক্রবার বিকেলটা শুরু হয়েছিল ভারতের পদক জয়ের মাধ্যমে। প্যারিস প্যারালিম্পিকে (Paralympics 2024) পদকের খাতায় নিজেদের নাম লিখিয়েছিলেন অবনী লেখারা (Avani Lekhara) এবং মোনা আগরওয়াল…

Manish Narwal

প্যারিসে শুক্রবার বিকেলটা শুরু হয়েছিল ভারতের পদক জয়ের মাধ্যমে। প্যারিস প্যারালিম্পিকে (Paralympics 2024) পদকের খাতায় নিজেদের নাম লিখিয়েছিলেন অবনী লেখারা (Avani Lekhara) এবং মোনা আগরওয়াল (Mona Agarwal) জুটি। ১০ মিটার এয়ার রাইফেলের মহিলা বিভাগে সোনা ও ব্রোঞ্জ জিতে দুই মহিলা প্যারা শ্যুটার। এরপর পুরুষদের ১০ মিটার SH1 পিস্তলে রুপো জিতে নিলেন ভারতের মণীশ নারওয়াল। তাঁর সঙ্গে কোরিয়ান শুটারের হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ অবধি রুপোতে থামেন হরিয়ানার মনীশ।

এবারের অলিম্পিক থেকেই শুটিংয়ে পদক আসছে ভারতে। প্যারা অলিম্পিকেও প্যারা শ্যুটাররা হতাশ করেননি। তবে এদিন ফাইনাল রাউন্ডে প্রথম থেকেই সোনা জয়ের দৌড়ে ছিলেন মণীশ। একটা সময় এক নম্বরেও উঠেছিলেন। কিন্তু মাঝের দিকে কয়েকটি শট ঠিক লক্ষ্যে মারতে না পারায় সোনার দৌড় থেকে ছিটকে যান। তবে শেষ পর্যন্ত ২৩৪.৯ পয়েন্ট অর্জন করে রুপো পেয়েছেন মনীশ। তবে এর আগে আগে টোকিও প্যারালিম্পিকে মিক্সড ৫০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন মনীশ।

   

প্যারিস প্যারালিম্পিকের (Paralympics 2024) এই ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে চতুর্থ স্থানে শেষ করেছিলেন মণীশ। তিনি ফাইনালে সোনা জয়ের অন্যতম দাবিদার ছিলেন। 10 মিটার এয়ার পিস্তলে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার জে ডি জো। তিনি পেয়েছেন ২৩৭.৪ পয়েন্ট। তবে লক্ষ্যভ্রষ্ট না হলে হয়তো প্রথম স্থানেই শেষ করতেন ভারতীয় প্যারা শ্যুটার।

প্যারিস অলিম্পিকে ভারতের সবচেয়ে বেশি পদক এসেছিল শুটিংয়ে। প্যারালিম্পিক শুটিংয়েও একইভাবে উজ্জ্বল ভারত। অলিম্পিকে শুটিং থেকে তিনটি পদক এসেছিল। সোনা বা রুপো আসেনি। প্যারালিম্পিক শুটিংয়ের প্রথম দিনই সেই সাফল্যকে ছাপিয়ে গেলেন ভারতের অ্যাথলিটরা। প্রথম দিনই এল তিন পদক। এর মধ্যে রয়েছে একটি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ।