চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) বড় ধাক্কা খেল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে লিলের মতো দলের কাছে ১-০ হেরে গেল এমবাপেরা। এদিনের ম্যাচে ভিনিসয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে এবং লুকা মদ্রিক খেললেও তেমন কোন লাভ করে উঠতে পারেনি তাঁরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লিলের হয়ে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন জোনাথন ডেভিড।
Advertisements
পাশাপাশি নিজেদের মাঠে জিতেছে লিভারপুল। ২-০ গোলে বোলোগনাকে হারায় সালহারা। ১১ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ৭৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মহম্মদ সালহা।
Advertisements
আরও দু’টি অঘটন ঘটেছে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বুন্দেশা লিগে শীর্ষে থাকা দল এফসি বায়ার্ন মিউনিখ। অন্যদিকে জুভেন্টাসের কাছে ২-৩ গোলে হেরে গেছে আরবি লাইপজিস।


