নদীয়ার যুবক শিবাঙ্কুরের স্বর্ণজয়: জেলায় নতুন পালক যুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতায়

নদীয়ার (Nadia) পালপাড়ার বাসিন্দা এবং পেশায় ভূ-বিজ্ঞানী শিবাঙ্কুর (Shivankur) আরও একবার নিজের কৃতিত্বের স্বাক্ষর রাখলেন। সর্বভারতীয় ইনডোর ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে নদীয়া…

National Table Tennis Champion Shivankur Returns to Nadia, Honored for Gold Win"

নদীয়ার (Nadia) পালপাড়ার বাসিন্দা এবং পেশায় ভূ-বিজ্ঞানী শিবাঙ্কুর (Shivankur) আরও একবার নিজের কৃতিত্বের স্বাক্ষর রাখলেন। সর্বভারতীয় ইনডোর ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে নদীয়া জেলার গৌরব আরও বৃদ্ধি করেছেন তিনি। ছোটবেলা থেকেই খেলাধুলায় আগ্রহী শিবাঙ্কুর চাকদহ রামলাল একাডেমিতে পড়াশোনার সময় থেকেই খেলাধুলায় নিজেকে নিয়োজিত করেন। পড়াশোনা শেষে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং ধানবাদের একটি নামী প্রতিষ্ঠানে ভূবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেন তিনি। বর্তমানে তিনি ভূ-বিজ্ঞানী হিসেবে কর্মরত হলেও খেলাধুলার প্রতি তার আগ্রহের অভাব নেই।

Advertisements

এবারের প্রতিযোগিতায় এই স্বর্ণপদক পাওয়ার পিছনে তার স্ত্রীর অনুপ্রেরণা অন্যতম বলে জানিয়েছেন শিবাঙ্কুর। তার বাবা-মা এবং স্ত্রী তার খেলার সাফল্যে তাকে অনুপ্রাণিত করেছেন। খেলায় উৎসাহিত করতে গিয়ে তিনি জানান, “২০১৮ সাল থেকেই খেলাধুলায় যুক্ত ছিলাম, তবে ধীরে ধীরে এই খেলার প্রতি আসক্তি বাড়তে থাকে।”

   

শিবাঙ্কুরের কৃতিত্বকে সম্মান জানাতে পালপাড়ায় ইন্টারন্যাশনাল হরিচাঁদ গুরুচাঁদ মিশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। শিবাঙ্কুরের ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে রয়েছে পালপাড়ায় নিজের উদ্যোগে একটি ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা, যাতে তিনি আগামী প্রজন্মকে খেলায় উৎসাহিত করতে পারেন। এদিকে বিদেশ সফরে পাড়ি দেওয়ার সময় তার মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ।

নদীয়ার শিবাঙ্কুর নিজের সাফল্যে নতুন উদাহরণ তৈরি করেছেন। তার জয়ের খবরে গোটা জেলা জুড়ে উদ্দীপনা এবং আশার সঞ্চার হয়েছে। ভবিষ্যতে তিনি নদীয়ায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।