প্রভাবশালীর নাম নিয়ে অবশেষে ৩৭ দিন পর জামিন শতদ্রুর?

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট চরম বিশৃঙ্খলার ঘটনা। অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত (Shatadru Dutta)। সোমবার বিধাননগর এসিজেএম…

shatadru-dutta-releaseed-from-jail-accused-lionel-messi-event

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট চরম বিশৃঙ্খলার ঘটনা। অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত (Shatadru Dutta)। সোমবার বিধাননগর এসিজেএম আদালত ১০ হাজার টাকা ও দু’টি সিকিউরিটি বন্ডে তাঁকে জামিন মঞ্জুর করে। টানা ৩৭ দিন জেল হেফাজতে থাকার পর মুক্তি পেলেন কলকাতার এই স্পোর্টস প্রোমোটার।

Advertisements

দেশের জার্সিতে কবে ফিরবেন রো-কো জুটি? রইল বিস্তারিত

   

গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে প্রবল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। মেসি মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই একাংশ ভিভিআইপি ও আয়োজকদের মাঠে নেমে আসা, সেলফি ও ঘোরাঘুরির অভিযোগ ওঠে। এর ফলে গ্যালারিতে বসে থাকা হাজার হাজার দর্শক প্রিয় ফুটবলারকে দেখতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।ভাঙচুর, চেয়ার ভাঙা, আগুন লাগানো, এমনকি মাঠের কার্পেট ও গাছের টব তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে। ঘটনায় একাধিক পুলিশ কর্মী আহত হন।

বিশ্বকাপের মঞ্চে ইডেনে এই দেশকে নেতৃত্ব দেবে প্ৰাক্তন হকি খেলোয়াড়!

এই ঘটনার দিনই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় G.O.A.T. India Tour 2025 প্রধান আয়োজক শতদ্রু দত্তকে। প্রথমে ১৪ দিনের পুলিশি হেফাজত, পরে জেল হেফাজতে পাঠানো হয় তাঁকে। এর আগে দু’বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছিল। শেষবার ২৮ ডিসেম্বর দীর্ঘ সওয়াল-জবাবের পরও আদালত জামিন মঞ্জুর করেনি।

সোমবার বিধাননগর মহকুমা আদালতে শুনানির সময় শতদ্রু দত্তের আইনজীবীরা দাবি করেন, তদন্তের স্বার্থে আর তাঁকে হেফাজতে রাখার প্রয়োজন নেই। আইনজীবী সৌম্যজিৎ রাহা ও দ্যুতিময় ভট্টাচার্য আদালতে জানান, উদ্ধার হওয়া সমস্ত নথি ইতিমধ্যেই পুলিশের হাতে রয়েছে এবং অভিযুক্ত তদন্তে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তাঁদের যুক্তি ছিল, একজন ইভেন্ট ম্যানেজার হিসেবে সমস্ত ঘটনার দায় এককভাবে তাঁর ওপর চাপানো অন্যায়।

অন্যদিকে, রাজ্যের তরফে সরকারি আইনজীবীরা জামিনের বিরোধিতা করে জানান, আয়োজক হিসেবে অনুষ্ঠান পরিচালনা ও নিরাপত্তার দায়িত্ব শতদ্রু দত্তেরই ছিল। তদন্তের এই পর্যায়ে জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করা বা তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কাও তুলে ধরা হয়। দু’পক্ষের যুক্তি শোনার পর বিচারক শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন।

বিশ্বকাপে বাংলাদেশ না খেললে হবে শাস্তি! দৌড়ে এগিয়ে কোন দেশ?

এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়। অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে শতদ্রু দত্তের রিষড়ার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে প্রায় ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। টিকিট বিক্রির মাধ্যমে প্রায় ১৯ কোটি টাকা আদায়ের তথ্যও তদন্তে উঠে এসেছে।

উল্লেখ্য, এই ঘটনার রাজনৈতিক প্রভাবও কম নয়। যুবভারতীর বিশৃঙ্খলার পর ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয় অরূপ বিশ্বাসকে। বর্তমানে ক্রীড়া দফতরের দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে।

বিশ্ব ফুটবলের একাধিক তারকাকে এর আগেও ভারতে এনে সফল অনুষ্ঠান আয়োজন করলেও। মেসির G.O.A.T. India Tour 2025 শতদ্রু দত্তের জীবনে যে এমন বিতর্ক ও জেলজীবনের স্মৃতি হয়ে থাকবে, তা কেউই কল্পনা করেননি। আপাতত জামিনে মুক্তি পেলেও, যুবভারতী কাণ্ডের আইনি লড়াই এখনও শেষ হয়নি।

 

Advertisements