মুস্তাফিজুর ইস্যুতে বিব্রত ভারত, বিসিসিআইকে নিশানা কংগ্রেস নেতার

shashi-tharoor-on-mustafizur-rahman-ipl-controversy-bcci-bangladesh

আইপিএলের একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনৈতিক অস্বস্তির জন্ম দিতে পারে, তা হয়তো আগে কেউ কল্পনাও করেনি। কিন্তু মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) কেন্দ্র করে বিসিসিআইয়ের সাম্প্রতিক অবস্থান এখন ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক স্তরেও তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই আবহেই ফের বিসিসিআইয়ের সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেতা শশী থারুর।

মুস্তাফিজুর ইস্যুতে IPL নিষিদ্ধ করে ভারতকে বার্তা বাংলাদেশের!

   

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার কথা থাকলেও, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। বিজেপির একাংশের চাপেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ টেনে মুস্তাফিজুরের আইপিএল খেলার বিরোধিতা করেন কয়েকজন বিজেপি নেতা। এর জেরেই কেকেআরকে বিকল্প বিদেশি ক্রিকেটার নেওয়ার পরামর্শ দেয় বোর্ড।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। পরিস্থিতিকে ‘নিরাপত্তাজনিত উদ্বেগ’ বলে ব্যাখ্যা করে তারা জানায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসবে না বাংলাদেশ দল। এমনকি ম্যাচগুলি অন্য দেশে আয়োজনের আর্জি জানিয়ে আইসিসি-কে চিঠিও পাঠানো হয়েছে। বিসিবির বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইপিএল স্বপ্নভঙ্গ, তবু শান্ত মুস্তাফিজুর! কি লিখলেন সোশ্যাল মিডিয়ায়?

এই ঘটনাপ্রবাহে মোটেই অবাক নন শশী থারুর। সোশাল মিডিয়ায় বিসিসিআইকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ লেখেন, “এতে অবাক হওয়ার কিছু নেই। আমরা নিজেরাই নিজেদের উপর এই বিব্রতকর পরিস্থিতি ডেকে এনেছি।”

এর আগেও থারুর খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার পক্ষে সওয়াল করেছিলেন। মুস্তাফিজুর প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছিলেন, “যদি লিটন দাস বা সৌম্য সরকারের মতো অন্য কোনও বাংলাদেশি ক্রিকেটার থাকতেন, তাহলেও কি একই সিদ্ধান্ত নেওয়া হত? আমরা কাকে শাস্তি দিচ্ছি—একজন ক্রিকেটারকে, একটি দেশকে, না কি একটি ধর্মকে?”

বিশ্বকাপের আর মাত্র এক মাস বাকি। তার ঠিক আগে ভারতের নিরাপত্তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট প্রশাসনের জন্য নিঃসন্দেহে অস্বস্তিকর। ক্রিকেটকে ঘিরে তৈরি হওয়া এই রাজনৈতিক টানাপোড়েন যে মাঠের বাইরেও বড় প্রভাব ফেলতে চলেছে, তা বলাই বাহুল্য।

মুস্তাফিজুর ইস্যু এখন আর শুধু একজন ক্রিকেটারের আইপিএল ভবিষ্যৎ নয়—তা পরিণত হয়েছে ক্রীড়া, রাজনীতি ও কূটনীতির জটিল সংঘাতে। আর সেই সংঘাতের দায় কার, সেই প্রশ্নটাই এবার জোরের সঙ্গে তুলে ধরলেন শশী থারুর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleগঙ্গাসাগর সেতু প্রকল্পে নতুন অধ্যায়, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Next articleযোগীর সঙ্গে হঠাৎ বৈঠকে মোদী!
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।