ওয়েস্ট ইন্ডিজ (West Indies) দল এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে রয়েছে, যেখানে দুই দলের মধ্যে টেস্ট সিরিজ চলছে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে অ্যাডিলেডে। এই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ থেকে টেস্ট অভিষেক হয়েছে তরুণ ফাস্ট বোলার শামার জোসেফের। নিজের প্রথম টেস্টেই দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেটপ্রেমীর নজর কেড়েছেন শামার জোসেফ।
এখন পর্যন্ত ম্যাচে ব্যাট ও বল হাতে শামার জোসেফের দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে। তার প্রথম টেস্ট ম্যাচে শামার জোসেফ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথের রূপে তার প্রথম টেস্ট আন্তর্জাতিক উইকেট নিয়েছিলেন। নিজের প্রথম আন্তর্জাতিক টেস্ট বলে স্টিভ স্মিথকে আউট করেন শামার জোসেফ। সেই সঙ্গে ৮৫ বছরের পুরনো রেকর্ডও ভেঙেছেন শামার জোসেফ। এর আগে ১৯৩৯ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই কীর্তি গড়েছিলেন ট্রেরেল জনসন। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন ট্রেরেল জনসন।
What a start to his international career. What a debut wicket !!! #AUSvsWI #shamarjoseph pic.twitter.com/fioGegkS3e
— Temba Bashira (@tembu_699) January 17, 2024
প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ। এই টেস্টে প্রথমে ব্যাট করে ১৮৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন কার্ক ম্যাকেঞ্জি। এছাড়া নিজের প্রথম টেস্ট খেলতে নামা শামার জোসেফ করেন ৩৬ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৪টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স। এছাড়া স্টার্ক ও নাথান লায়ন ১টি করে উইকেট নেন।
প্রথম দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দুটি ধাক্কাই দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শামার জোসেফ। স্টিভ স্মিথ (১২ রান) ও মার্নাস লাবুসেনের (১০ রান) উইকেট হারিয়ে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া।