HomeWorldBangladeshShakib Al Hassan: শাসক দলের প্রার্থী তাই জয় নিশ্চিত, ভোটের আগে মাঠে...

Shakib Al Hassan: শাসক দলের প্রার্থী তাই জয় নিশ্চিত, ভোটের আগে মাঠে শাকিব!

- Advertisement -

রবিবার ভোট। শনিবার মাঠে শাকিব! নির্বাচনী ব্যস্ততা প্রচার শেষ হতেই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hassan) মাঠে নামলেন। তিনি এবার বাংলাদেশ জাতীয় নির্বাচনে ভোট প্রার্থী। লড়াই করছেন শাসক দল আওয়ামী লীগের হয়ে। ভোটের অঙ্ক জানেন না। তবে এটা নিশ্চিত তিনি জয়ী হচ্ছেন। নিশ্চিন্ত বিশ্বের অন্যতম সেরা অলরাউল্ডার। নির্বাচনে দাঁড়ানো বাংলাদেশের ক্যাপ্টেন শাকিব মাগুরা জেলা স্টেডিয়ামে অনুশীলনে মগ্ন।

শাকিবের নেতৃত্বে সর্বশেষ বিশ্বকাপে লজ্জাজনক ফল করেছে বাংলাদেশ। বিশ্বকাপ শেষ হতেই তিনি নেমে পড়েন রাজনীতির বাইশ গজে। মনে করা হচ্ছিল তিনি ক্রিকেট থেকে অবসর নেবেন। ফের অনুশীলন শুরু করায় তিনি যে এখনই অবসর নিচ্ছেন না তা স্পষ্ট।

   

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশের দিনেই মাঠে নেমেছেন শাকিব। নির্বাচনের মাঝেই মনোযোগ দিলেন ফিটনেস ট্রেনিংয়ে। মাগুরা-১ আসন থেকে লড়াই করছেন তিনি।

গত ৬ নভেম্বর বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন শাকিব। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালে আঙুলে চোট পান তিন। আঙুলে চিড় ধরা পড়ে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে। তবে ভোট প্রচারে ছিলেন পুরোদমে। শাকিবের মতো ভোটে আছেন বাংলাদেশের অপর ক্রিকেট তারকা পূর্বতন বিশ্বকাপার মাশরাফি বিন মর্তুজা। তিনি আগেই আওয়ামী লীগের সাংসদ। এবারও লড়ছেন নিজ কেন্দ্র নড়াইল থেকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular