HomeWorldBangladeshShakib Al Hasan: পুলিশের ঘেরাটোপে শাকিবের বাড়ি, কেন নিরাপত্তা বলয়?

Shakib Al Hasan: পুলিশের ঘেরাটোপে শাকিবের বাড়ি, কেন নিরাপত্তা বলয়?

- Advertisement -

আন্তর্জাতিক চর্চিত ক্রিকেটারের ঘরে কী এমন আছে যে তার বাড়ি ঘিরে রেখেছে বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী। শনিবার রাত থেকে পুলিশি ঘেরাটোপে শাকিব আল হাসানের (Shakib Al Hasan)বাড়ি। তিনি থাকেন মাগুরার কেশব মোড়ে। সেই পাড়ার বাসিন্দারাও হতচকিত। সাকিবের তরফে কোনও জবাব নেই। বিশ্বকাপ থেকে লজ্জাজনক ফল করে ফেরত আসা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে সাকিব ক্রমে দূরে চলে যাচ্ছেন। সূত্রের খবর তিনি ক্রিকেট থেকে দ্রুত অবসর ঘোষণা করতে চলেছেন। এবার তিনি রাজনীতিতে নামবেন।

বাংলাদেশে ৭ জানুয়ারি দ্বাদশতম জাতীয় নির্বাচন। ভোটে শাসকদল আওয়ামী লীগের প্রার্থী হতে চিত্রতারকাদের প্রবল রেষারেষি শুরু হয়ে গেছে। এর মাঝে শাকিব আল হাসানের মতে জনপ্রিয় ক্রিকেটারকে দেখা গেছিল আওয়ামী লীগের হয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে। তিনি সেই ফর্ম জমা করেছেন। রবিবার আওয়ামী লীগ তাদের প্রার্থীদের নাম জানাবে দলনেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে। এই ঘোষণার আগেই শাকিবের সাথে বিশেষ বৈঠকে কথা বলেন শেখ হাসিনা। ফলে শাকিব যে প্রার্থী হচ্ছেন তা নিশ্চিত।

   

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আল হাসান তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনে জমা দিয়েছেন। প্রার্থীর নাম ঘোষণার আগে তার বাড়ি ঘিরে পুলিশের নিরাপত্তা বলয় তৈরি করা হলো। সাকিব মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। ঢাকার আসন থেকে তিনি ভোটে প্রার্থী হতে পারেন বলে খবর।

শাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা জানান, পুলিশের কয়েকজন কর্মকর্তাকে সাকিবের বাড়ির সামনে দেখেছেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশকর্মীরা বাড়ির আশপাশে টহল দিচ্ছে। তিনি বলেন, কেন পুলিশ আমাদের বাড়ি পাহারা দিচ্ছে, বাড়ির আশপাশে টহল দিচ্ছে তা জানি না। পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। সাকিব এ বিষয়ে আমাকে কিছু বলেনি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ কলিম উল্লাহ জানান,বিশেষ কোনও কারণে সাকিবের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়নি। বাড়ির সামনে পুলিশ দেখা গেলেতা নিয়মিত টহলের অংশ ছাড়া কিছুই নয়।

মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু বলেন, সাকিবের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে কিনা, তা আমার জানা নেই। কী কারণে পুলিশ টহল দিচ্ছে, তাও জানি না। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular