Monday, October 13, 2025
HomeSports NewsShakib Al Hasan: বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধ, পদত্যাগ বার্তা শাকিবের

Shakib Al Hasan: বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধ, পদত্যাগ বার্তা শাকিবের

বিশ্বকাপ ক্রিকেটের আগে বাংলাদেশের জাতীয় দলে গৃহযুদ্ধ শুরু। এর দুই পক্ষ। এক পক্ষ অধিনায়ক শাকিব আল হাসান। (Shakib Al Hasan) অপরপক্ষ দল থেকে বাদ পড়া তামিম ইকবাল। তামিমের দাবি, তাঁকে জোর করে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়েছেন জাতীয় দলের নির্বচকরা। এর জেরে বাংলাদেশ দলেও শুরু হয়েছে পক্ষ নেওয়ার পর্ব। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক শাকিব আল হাসানও বিস্ফোরক মন্তব্য করলেন।

   
Advertisements

বিশ্বকাপের পরেই জাতীয় দলের অধিনায়ক পদ থেকে সরে যাবেন বলে ঘোষণা করেছেন শাকিব আল হাসান। তাঁর দাবির পর বাংলাদেশ দলে ফের চাঞ্চল্য। সাকিব বলেছেন, বিশ্বকাপের পর আর একদিনও অধিনায়কত্ব করতে চান না। তিনি জানান এখনকার যে বাস্তব পরিস্থিতি আছে, আমি এই বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করব। একদিন পরেও না।

Advertisements

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্টের অধিনায়কত্ব পাওয়ার পর গত টি টোয়েন্টি বিশ্বকাপেও সংক্ষিপ্ত সময়ের জন্য অধিনায়ক হন শাকিব। এরপর তামিম ইকবাল ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছেড়ে দিলে এশিয়া কাপের আগে শাকিবের হাতে তুলে দেওয়া হয়। আর বিশ্বকাপে দল বাছাই করার সময় তামিম ও শাকিব দ্বন্দ্বে জড়িয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আনফিট কারণে তামিমকে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়েছে বিসিবি। দল গঠনের আগে শাকিব ও তামিমকে নিয়ে বৈঠক করে বিসিবি। তবে দ্বন্দ্ব মেটেনি। এরপর তামিম ইকবালের মত ঝড়ো ব্যাটসম্যানকে বাদ দিয়ে দল গঠন করে বিসিবি। অধিনায়ক শাকিব জানান, ‘‘আমি বিশ্বাস করি, আমরা এই বিশ্বকাপে ভালো কিছু করতে পারব। আপনাদের সমর্থন থাকলে আমরা আসলেই ভালো কিছু করতে পারব।’

Latest News