রাসেল নন, শাহরুখের ‘আস্থাভাজন’ এই ক্রিকেটারকেই ধরে রাখতে আগ্রহী কেকেআর

বেশ কিছুক্ষন আগেই আন্দ্রে রাসেলকে নিয়ে ক্রিকেটজগতে শোরগোল ফেলেছে তাঁর সংস্থা। ফ্রাঞ্চাইজির দীর্ঘদিনের সঙ্গী কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটারকে নাকি নিষ্কৃতি দিতে চায় কেকেআর। বিষয়টির সত্যতা সম্পর্কে…

Shahrukh Khan Spotted with Afghanistan Cricketer Rahmanullah Gurbaz at Aryan Khan's D'YAVOL Brand Launch in Dubai Amidst KKR IPL 2025 Retention Speculations

short-samachar

বেশ কিছুক্ষন আগেই আন্দ্রে রাসেলকে নিয়ে ক্রিকেটজগতে শোরগোল ফেলেছে তাঁর সংস্থা। ফ্রাঞ্চাইজির দীর্ঘদিনের সঙ্গী কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটারকে নাকি নিষ্কৃতি দিতে চায় কেকেআর। বিষয়টির সত্যতা সম্পর্কে বিভিন্ন সাংবাদিক মহলে আড়োলন শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে রাসেলকে নিয়ে শোরগোলের মধ্যেই এক ক্রিকেটারকে ধরে রাখার ইঙ্গিত দিল কলকাতা নাইট রাইডার্স (KKR Retention List IPL 2025)। তিনি হলেন আফগানিস্তানের ওপেনার- ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজ। সম্প্রতি এরই মধ্যে কেকেআর (KKR-)এর সহ-মালিক এবং বলিউড অভিনেতা শাহরুখ খানের একটি ভিডিওতে তাঁকে দেখা গেছে।

   

আসন্ন ২০২৫ সালের আইপিএলের মেগা অকশনের আগে সমস্ত দলকে ৩১ অক্টোবরের মধ্যে তাদের রিটেনশন তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। এই মুহূর্তে CSK, RCB এবং SRH-সহ প্রতিটি দলের রিটেনশন নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। কলকাতা গতবারের বিজয়ী হওয়ায় মেন ইন পার্পল ব্রিগেডকে নিয়ে আরও বেশি উৎসাহী সমর্থকরা। এছাড়াও দলের প্রতিটি খেলোয়াড়ই ফর্মের শিখরে রয়েছেন যা নিয়ে রীতিমত চিন্তায় পড়ে গেছেন দলটির কর্মকর্তারা।

কেকেআর কর্ণধার শাহরুখ বর্তমানে দুবাইয়ে রয়েছেন, যেখানে তিনি তার ছেলে আরিয়ান খানের বিলাসবহুল ব্র্যান্ড D’YAVOL-এর লঞ্চ ইভেন্টে যোগ দিয়েছেন। এই ইভেন্টের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যার মধ্যে একটি ভিডিওতে তাকে গুরবাজের সঙ্গে দেখা গেছে। আইপিএল ২০২৫-এর রিটেনশন তালিকা নিয়ে যখন চর্চা চলছে, তখন শাহরুখ এবং গুরবাজের এই সাক্ষাৎকে কেকেআরএর তরফ থেকে গুরবাজকে রিটেন করার ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।

টেবল টেনিসে সোনার পদক জয় বাংলার মেয়ের

শাহরুখের এই ভিডিও প্রকাশ্যে আসার সময়েই কেকেআর থেকে আন্দ্রে রাসেলকে ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 2014 সাল থেকে কেকেআরের হয়ে খেলা রাসেলকে এইবার হয়তো আর রিটেন করবে না বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনের মতে, কেকেআর মূলত চারজন খেলোয়াড়—সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানাকে রিটেন করার পরিকল্পনা করছে। এর মধ্যে হর্ষিতকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে রিটেন করার সম্ভাবনা রয়েছে।

ফিটনেস ইস্যুতে পৃথ্বীর পাশে দাঁড়ালেন গাভাসকার

সবমিলিয়ে নিলামের আগে প্রতিটি দলের আইপিএল রিটেনশন তালিকা নিয়ে এই মুহূর্তে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। কেকেআরের রিটেনশন তালিকায় (KKR Retention List IPL 2025) এইবার কারা থাকছে, সেই নিয়ে অধীর অপেক্ষায় রয়েছে কলকাতাবাসী।