ISL : প্রীতম কোটালকে সই করানোর দৌড়ে আইএসএলের তিন ক্লাব

দল গোছানোর জন্য ইন্ডিয়ান সুপার লিগের (ISL) একাধিক দল চাইছে প্রীতম কোটালকে (Pritam Kotal)। ভারতীয় ফুটবলের অভিজ্ঞ এই ডিফেন্ডারের কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে অফার। রয়েছে…

দল গোছানোর জন্য ইন্ডিয়ান সুপার লিগের (ISL) একাধিক দল চাইছে প্রীতম কোটালকে (Pritam Kotal)। ভারতীয় ফুটবলের অভিজ্ঞ এই ডিফেন্ডারের কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে অফার। রয়েছে মোট টাকার প্রস্তাব।

Advertisements

এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) পক্ষ থেকেও কথাবার্তা চালানো হচ্ছে প্রীতমের সঙ্গে। বাগান ছাড়াও প্রীতমকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) এবং ইস্টবেঙ্গল (East Bengal)। কেরালার ক্লাবের নাম আগেই শোনা গিয়েছিল ফুটবল মহলে।

   

সম্প্রতি ইস্টবেঙ্গলের সম্ভাবনা জোরালো হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে প্রীতমের সামনে মোটা টাকার প্রস্তাব রাখা হয়েছে বলে সূত্রের খবর।

দীর্ঘ ক্লাব কেরিয়ারে কখনও ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তোলেননি প্রীতম। মোহনবাগানের হয়ে খেলেছিলেন টানা কয়েকটি মরসুম (২০১৩-১৭)। পরে এটিকের হয়েও খেলেছিলেন বহু ম্যাচ। ইন্ডিয়ান সুপার লিগে যোগ দিয়েছিলেন পুনে সিটি, দিল্লি ডায়নামসের মতো ক্লাবে। এটিকের হয়ে খেলেছিলেন ২০১৬ (লোনে) এবং ২০১৮-২০ মরশুমে। এটিকে মোহনবাগানে রয়েছেন ২০২০ থেকে। ধারাবাহিকভাবে ভালো খেলছেন আঠাশ বছর বয়সী এই বঙ্গ তনয়।