HomeSports Newsজাতীয় দলের শিবিরে মোহনবাগানের ৭ ফুটবলার

জাতীয় দলের শিবিরে মোহনবাগানের ৭ ফুটবলার

- Advertisement -

ভারতীয় সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ ইগর স্টিমাচ কুয়েতের বিরুদ্ধে আসন্ন ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন। মোট ৩২ জন খেলোয়াড় ভুবনেশ্বরে শিবিরে ছিলেন। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) ৭ জন ফুটবলার সুযোগ পেয়েছেন সাতাশ সদস্যের স্কোয়াডে।

ফুরবা লাচেনপা, পার্থিব গগৈ, ইমরান খান, মহম্মদ হাম্মাদ এবং জিতিন এমএসকে শিবির থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা ২৯ মে পর্যন্ত ভুবনেশ্বরে অনুশীলন চালিয়ে যাবেন। ৬ জুন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া৷ ১১ জুন কাতারের মুখোমুখি হবে ব্লু টাইগার্স৷ চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত৷ গ্রুপের শীর্ষ দুই দল ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে এবং ২০২৭ সৌদি আরবে হতে চলা এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

   

The End! দল ছেড়ে জল্পনা বাড়ালেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ভারতের ২৭ সদস্যের স্কোয়াড:

  • গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।
  • ডিফেন্ডার: অমেয় রানাওয়াড়ে, আনোয়ার আলি, জয় গুপ্তা, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নরেন্দ্র, নিখিল পূজারি, রাহুল ভেকে, শুভাশিস বসু।
  • মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, এডমন্ড লালরিন্ডিকা, জিকসন সিং থৌনাওজাম, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার শেখর, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম।
  • ফরোয়ার্ড: ডেভিড লালহ্লানসাঙ্গা, মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।
  • Shankar Oraon: এখন কী করছেন শঙ্কর ওরাওঁ? জেনে নিন

মোহনবাগান সুপার জায়ান্ট থেকে এই স্কোয়াডে যারা রয়েছে:- বিশাল কাইথ, আনোয়ার আলি, শুভাশিস বসু, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular