মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের জন্য কারা ডাক পেলেন জাতীয় দলে?

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Women’s Championship)। যেখানে এবার গ্ৰুপ ‘এ’তে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে স্থান পেয়েছে ভারতীয় ফুটবল…

Indian National Team Squad in SAFF Women's Championship

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Women’s Championship)। যেখানে এবার গ্ৰুপ ‘এ’তে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে স্থান পেয়েছে ভারতীয় ফুটবল দল। অপরদিকে গ্ৰুপ ‘বি’তে আয়োজক দেশ নেপালের পাশাপাশি স্থান পেয়েছে মালদ্বীপ, ভুটান এবং শ্রীলঙ্কা দল। সূচি অনুযায়ী টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। নেপালের দশরথ স্টেডিয়ামে সেই ম্যাচ থেকেই সাফল্য পেতে মরিয়া সকলে।

তারপর কিছুদিনের বিশ্রাম নিয়ে আগামী ২৩শে অক্টোবর বাংলাদেশের সাথে খেলতে হবে সন্তোষ কাশ্যপের দলকে।  লড়াইটা যে এবার খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন ভারতীয় দলের হেড কোচ। সেইমতো সব দিক বিচার বিবেচনা করেই গত সোমবার ২৩ জন ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করা হয় ভারতের তরফে।

যেখানে এবার গোলরক্ষক হিসেবে রয়েছেন পায়েল রমেশ বাসুদে, লিন্থোইঙ্গাম্বি দেবী মাইবম, এবং এলংবাম পান্থোই চানু। পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন আশালতা দেবী লোইটংবম, শিল্কি দেবী হেমাম,জুলি কিষাণ,রঞ্জনা চানু সোরোখাইবাম, সঞ্জু, ডালিমা চিব্বার, অরুণা ব্যাগ, লিন্থোইঙ্গাম্বি দেবী ওয়াংখেম।

Advertisements

এছাড়াও মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন সঙ্গীতা বাঁসফোর, বালা দেবী নাঙ্গম, প্রিয়াংকা দেবী নওরেম, কার্তিকা আঙ্গামুথু। সেইসাথে ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন রিম্পা হালদার, বালা দেবী নাঙ্গম, সৌম্য গুগুলথ, গ্রেস ড্যাংমেই, কারিশমা পি শিরভোইকার, জ্যোতি, মনীষা, এবং সন্ধ্যা রঙ্গনাথন। এই দাপুটে ফুটবলারকে স্কোয়াডে রেখেই টুর্নামেন্টে বাজিমাত করতে চাইছেন ভারতীয় হেড কোচ।