Sunday, December 7, 2025
HomeSports NewsEast Bengal: ইস্টবেঙ্গলের হয়ে ডার্বি খেললেন ৭ বাঙালি

East Bengal: ইস্টবেঙ্গলের হয়ে ডার্বি খেললেন ৭ বাঙালি

- Advertisement -

ডার্বি জিতে কলকাতা ফুটবল লিগ জয়ের দাবি জোরালো করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে লাল হলুদ ব্রিগেড। আরও একাধিক গোল হতে পারতো ইস্টবেঙ্গলের পক্ষে। ফলাফল যাইহোক না কেন, দিন শেষে পুরোনো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দল।

Kolkata Derby: ডার্বি হারের ধাক্কা, শেষ থেকে লিগের তিন নম্বরে মোহনবাগান

   

কলকাতা ডার্বিতে এক সময় দাপিয়ে বেড়াতেন বাঙালি ফুটবলাররা। সময় বদলে। পশ্চিমবঙ্গের সঙ্গে পাল্লা দিচ্ছে অন্য রাজ্যের ফুটবলাররা। বাংলার ফুটবলারদের আরও বেশি করে সুযোগ দেওয়ার জন্য নিয়ম করেছে বঙ্গীয় ফুটবল নিয়ামক সংস্থা।

এবারের কলকাতা ফুটবল লিগে চারজন বভুমিপুত্রকে মাঠে রাখতেই হবে, এটাই হয়েছে নিয়ম। বিজয়ী দল ইস্টবেঙ্গলের হয়ে বড় ম্যাচে খেললেন একাধিক ভূমিপুত্র। শনিবারের ম্যাচে লাল হলুদ জার্সি পরে মাঠে নেমেছিলেন সাতজন বঙ্গসন্তান।

Mohun Bagan vs East Bengal: গোল করলেন সুহেল, নজর কাড়তে পারলেন না ডেভিড

মোহনবাগানের বিরুদ্ধে প্রথম একাদশে মাঠে নেমেছিলেন দেবজিৎ মজুমদার, হীরা মন্ডল, মনোতোষ চাকলাদার, তন্ময় দাস। পরবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন আরও তিন ভূমিপুত্র। আদিল আদানের জায়গায় মাঠে নেমেছিলেন সায়ন ব্যানার্জী, অমন সিকে-র জায়গায় শ্যামল বেসরা ও মহম্মদ রোসালের জায়গায় মাঠে নামানো হয়েছিল সার্থক গোলুইকে। ইস্টবেঙ্গলের হয়ে ডার্বি খেলেছেন মোট সাতজন বাংলা ছেলে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular