গত কয়েক মাস ধরেই ময়দানের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছিল সার্জিও লোবেরা (Sergio Lobera)। বর্তমানে তিনি চিনের প্রথম ডিভিশনের ক্লাব সিচুয়ান এফসির দায়িত্বে থাকলেও আগামী মরশুমে আর সেখানে থাকতে চাননা এই স্প্যানিশ কোচ। এই সুযোগ কে কাজে লাগিয়েই তাকে দলে টানার জন্য আসরে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা।
সেইমতো তার এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও শুরু করে দিয়েছিল লাল-হলুদ কর্তারা। গত মাসের মাঝামাঝি সময় তার এজেন্টের মারফত জানানো হয় ইমামি ইস্টবেঙ্গলে আসতে নাকি মৌখিক সম্মতি দিয়েছেন ভারতীয় ফুটবলের এই সফল কোচ। তারপর থেকেই ধরে নেওয়া হচ্ছিল, লাল-হলুদে লোবেরা জামানা শুরু হয়তো সময়ের অপেক্ষা। তবে এবার সেই সম্ভাবনা অনেকটা আবছা হয়ে গিয়েছে।
বিশেষ সূত্র মারফত খবর, ভারতে ফিরলে নাকি ইমামি ইস্টবেঙ্গলের বদলে ওডিশা এফসি তে যোগ দিতে চান লোবেরা। যা শুনে হতবাক সকলেই। অনেকের প্রশ্ন তাহলে ইস্টবেঙ্গলের অফার আসতেই কেন মৌখিক সম্মতি দিয়েছিলেন কোচ? তা এখনো জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ইমামি ইস্টবেঙ্গল কে নিয়ে নাকি খুব একটা আগ্ৰহী নন তিনি। অনেকের মতে সিটি গ্রুপের চুক্তি ছেড়ে ভারতে ফিরলে নাকি চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা কোনো ক্লাবে যোগ দেবেন তিনি। সেই হিসেবে দেখতে গেলে এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের তুলনায় যথেষ্ট ভালো স্থানে শেষ করেছে ওডিশা। তাই সেখানেই যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল এই কোচের।
এই বিষয়ে সামনে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছে লাল-হলুদ কর্তারা। আসলে তার মৌখিক সম্মতির পরেই নাকি পাসপোর্টের ফটোকপি দেখে ইস্টবেঙ্গলের তরফ থেকে চুক্তিপত্র পাঠানো হয়েছিল লোবেরার কাছে। কথা ছিল সিচুয়ানের তরফ থেকে এনওসি পাওয়ার পরেই নাকি সই করবেন মুম্বাই কে আইএসএল চ্যাম্পিয়ন করা এই কোচ। তবে এখনো পর্যন্ত মেটেনি কোনো কিছু। গতকাল সিচুয়ানের তরফ থেকে মেইল করে নাকি আরো ১৫-২০ দিনের জন্য অপেক্ষা করতে বলা হয় ইস্টবেঙ্গল কে। এছাড়াও চাইলে এই কয়েকদিনের মধ্যে অন্য কোচকে সই করানোর কথাও নাকি উঠে আসে তাদের তরফে। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কোচের কুর্শিতে লোবেরার বসার সম্ভাবনা অনেকটাই কম।