সমস্ত জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে লাল-হলুদে (East Bengal Football Club) প্রায় নিশ্চিত হয়ে গিয়েছেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা (Sergio Lobera)। হাবাসের পর আইএসএলের ইতিহাসে সফল কোচদের মধ্যে একজন তিনি। প্রথমে এফসি গোয়া ও পরবর্তীকালে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসির দায়িত্ব সামলেছেন তিনি। গোয়ায় আইএসএল না জিতলে ও দলকে ফাইনালে তোলার পাশাপাশি সুপার কাপ ও জিতেছিলেন তিনি।
তারপর মুম্বাই কে নিজে হাতে আইএসএল জিতিয়েছিলেন লোবেরা। বর্তমানে চিনের সিচুয়ান এফসির দায়িত্বে থাকলেও ইস্টবেঙ্গলের অফার পেয়ে শুরু থেকেই যথেষ্ট আগ্ৰহী এই স্প্যানিশ কোচ। সেইমতো তার সাথে কথাবার্তা ও এগিয়ে নিয়ে গিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। শোনা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই চিনের ক্লাব থেকে এনওসি পেয়ে যাবেন তিনি। তারপরে ভারতে ফিরে লাল-হলুদের দায়িত্ব সামলাবেন আইএসএল জয়ী কোচ।
তবে তিনি একানন। শোনা যাচ্ছে, আগামী দুই মরশুমের জন্য নিজের সাথে তিন সহকারী কোচ কে আনছেন লোবেরা। যাদের মধ্যে রয়েছেন সহকারী কোচ জেসাস তাতো। গোলকিপার কোচ জুয়ানমা ক্রুজ ও সেইসাথে থাকছেন ম্যানুয়েল সায়াবেড়া। তবে তার এই সহকারী আনার ঘটনা নতুন নয়। পূর্বে এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসির দায়িত্বে থাকার সময় ও এই কোচিং স্টাফদের কে এনেছিলেন লোবেরা। যদিও বর্তমানে গোলকিপিং কোচ জুয়ানমা ক্রজের ভারতে আসা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
তবুও দলের বর্তমান কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের বিকল্প হিসেবে এই স্প্যানিশ কোচকে পেয়ে খুশি সকলেই। নতুন করে খুশির আমেজ তৈরি হয়েছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে। এই লোবেরার হাত ধরেই এবার জয়ের সরনীতে ফেরার চেষ্টা করছে ইমামি ইস্টবেঙ্গল।