কিছুদিন আগেই আইএসএল অভিযান শেষ করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। শেষ মুহূর্তে সুপার সিক্সে কোয়ালিফাই করার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। শেষ অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকে ও দুর্বল হায়দরাবাদ এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেই নিয়ে কিছুটা হলেও হতাশ সকলেই। তবে সেইসব এখন অতীত। আইএসএলের ব্যর্থতা ভুলে কলিঙ্গ সুপার কাপে চূড়ান্ত সাফল্য পেতে মরিয়া আদ্রিয়ান লুনাদের ফুটবল ক্লাব। আগামী ২০শে এপ্রিল কলিঙ্গের বুকে সুপার কাপের ম্যাচ খেলতে নামবে দক্ষিণের এই ফুটবল দল। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন সকলে।
Also Read | অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের
পাশাপাশি এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারদের দিকে নজর রয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাবের। তারমধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে সার্জিও ক্যাস্টেলের নাম। চলতি বছরের শুরুতেই মালাগা এফসির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করেছিলেন তিনি। কিন্তু বেশিদিন খেলা হয়নি সেখানে। পরবর্তীতে ছয় মাসের চুক্তিতে স্পেনের তৃতীয় ডিভিশনের ফুটবল ক্লাব মারবেলা এফসিতে যোগদান করেছিলেন তিনি। সেখানে একাধিক ম্যাচ খেলে মাত্র একটি গোল ছিল এই তারকার।
Also Read | বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ
তবে ভারতীয় ফুটবলে খুব একটা নতুন নন ক্যাসেল। একটা সময় জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন তিনি। যদিও পরবর্তীতে ফিরে গিয়েছিলেন স্পেনে। সেখান থেকেই আবার হয়তো ভারতে ফিরতে চলেছেন এই তারকা ফুটবলার। বিশেষ সূত্র মারফত খবর, ইন্ডিয়ান সুপার লিগের ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের সঙ্গে প্রায় চুক্তি সম্পন্ন করে ফেলেছেন তিনি। যারফলে খুব শীঘ্রই দেশের এই প্রথম ডিভিশনের ফুটবল লিগে খেলতে দেখা যেতে পারে এই স্প্যানিশকে।
এখন সেদিকেই নজর রয়েছে সকলের। বলাবাহুল্য, চলতি ফুটবল মরসুমের শুরুতে বহু প্রত্যাশা নিয়ে মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট। তবে আশানুরূপ ফল মেলেনি। বরং সময় এগোনোর সাথে সাথেই পিছিয়ে পড়তে হচ্ছিল এই ফুটবল দলকে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব পালন করেন টমাস টচর্জ। সুপার সিক্স নিশ্চিত করা সম্ভব না হলেও তাঁর তত্ত্বাবধানে যথেষ্ট ভালো পারফরম্যান্স থাকে দলের। তবে গত কয়েকদিন আগেই নয়া ফুটবল কোচ নিয়োগ করেছে কেরালা। এই নয়া কোচের হাত ধরেই সাফল্য পেতে মরিয়া সকলে।