Monday, December 8, 2025
HomeSports Newsচোট সমস্যার জের! আপাতত মাঠের বাইরে এই সার্বিয়ান তারকা

চোট সমস্যার জের! আপাতত মাঠের বাইরে এই সার্বিয়ান তারকা

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না এফসি গোয়ার (FC Goa)। জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়েই টুর্নামেন্ট শুরু করেছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। আটকে যেতে হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে।‌ যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। তবে তৃতীয় ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথম জয় ছিনিয়ে নিয়েছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। তারপর আর খুব একটা সমস্যা হয়নি গোয়া শিবিরের।

সময় এগোনোর সাথে সাথেই একের পর এক শক্তিশালী ফুটবল দলকে পরাজিত করতে শুরু করে বোরহা হেরেরাদের দল। এছাড়াও দলের জয়ের ক্ষেত্রে প্রায় অধিকাংশ সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সার্বিয়ান উইঙ্গার দিজন ড্রাজিচ। চলতি আইএসএল মরসুমে গোয়া দলের জার্সিতে প্রায় ১২ টির ও বেশি ম্যাচ খেলে ফেলেছেন তারকা ফুটবলার। যার মধ্যে একটি গোলের পাশাপাশি ৩‌‌ টি অ্যাসিস্ট ও থেকেছে দিজনের। কিন্তু গত নর্থইস্ট ম্যাচ খেলতে গিয়েই হয় ছন্দ পতন। অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল এই ম্যাচ।

   

কিন্তু সেই ম্যাচ খেলতে গিয়েই গুরুতর চোট পান এই বিদেশি ফুটবলার। যারফলে গত ইস্টবেঙ্গল ম্যাচে তাঁকে মাঠে পায়নি দল। সেই প্রভাব যথেষ্ট বোঝা গিয়েছিল গোটা ম্যাচ জুড়ে। তবে অনেকেই মনে করতে শুরু করেছিল যে আগামী হোম ম্যাচে শক্তিশালী চেন্নাইয়িন এফসির বিপক্ষে হয়তো তাঁকে মাঠে পাবেন মানোলো মার্কুয়েজ। তবে সেটা আদৌও হয়তো সম্ভব নয়। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে যথেষ্ট গুরুতর রয়েছে দিজনের চোটের সমস্যা। যারফলে চলতি জানুয়ারিতে আর হয়তো মাঠে নামতে পারবেন না এই তারকা।

সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন আপফ্রন্টের এই ফুটবলার। সেক্ষেত্রে ব্রিসন ফার্নান্দেজের পাশাপাশি বোরহার মতো ফুটবলারদের উপরেই হয়তো বাড়তি ভরসা রাখবে ম্যানেজমেন্ট।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular