ভারতকে হারালেই ডেটে যাব, পাক সুন্দরীর অফার পেল বাংলাদেশ

বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেলেই পরের দুই ম্যাচে পরাজিত তামিম ইকবালরা। এদিকে ভারত প্রথম তিন ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে আছে। ভারত বাংলাদেশ ম্যাচ…

বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেলেই পরের দুই ম্যাচে পরাজিত তামিম ইকবালরা। এদিকে ভারত প্রথম তিন ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে আছে। ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে ক্রমেই বাড়ছে উদ্দীপনা। এবার বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ বাড়াতে ময়দানে নামলেন পাকিস্তানের অভিনেত্রী সেহার শিনওয়ারি।ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন তিনি বলে জানিয়েছেন।

গত ১৫ অক্টোবর নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন সেহার। ভারতের বিপক্ষে পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারেননি এই অভিনেত্রী। তাই তিনি বাংলাদেশকে সমর্থন জানিয়ে ঢাকা আসার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে, তাহলে আমি ঢাকা গিয়ে বাঙালি ক্রিকেটার বন্ধুদের সঙ্গে ডিনারে মাছ খাব।’

   

তিনি আরও লেখেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ ভারতকে হারাতে পারবে। দরকার হলে আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখুন, পরে দেখাবেন আমাকে।’

Advertisements

উল্লেখ্য, পাকিস্তানের হায়দরাবাদে জন্ম সেহার শিনওয়ারির। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক ‘সইর সওয়া সইর’-এ অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হয় সেহারের। ২০১৫ সালে টেলিভিশনে মর্নিং শো করতেন সেহার। ওই শোয়ের হাত ধরেই ঘরে ঘরে পরিচিতি পান অভিনেত্রী।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News