HomeSports NewsBidhannagar: অশান্তির আশঙ্কা, যুবভারতী চত্বরে জারি ১৬৩ ধারা

Bidhannagar: অশান্তির আশঙ্কা, যুবভারতী চত্বরে জারি ১৬৩ ধারা

- Advertisement -

কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuba bharati Krirangan) চত্বরে অশান্তি ছড়ানোর আশঙ্কা। যে কোনও প্রকারের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বড় পদক্ষেপ নিল বিধাননগর (Bidhannagar) পুলিশ কমিশনারেট।

ভারতের বিরুদ্ধে তেড়েফুঁড়ে নামবেন কামিন্স! স্পষ্ট করলেন নিজের প্ল্যান

   

রবিবার ডুরান্ড কাপের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল এফসি ম্যাচ হওয়ার কথা ছিল। এই ম্যাচেও এসে পড়তে শুরু করেছিল আরজি কর কাণ্ডের আঁচ। পরিস্থিতির গুরুত্ব বুঝে বাতিল করে দেওয়া হয় ম্যাচ। তাতে অবশ্য ক্রোধ প্রশমিত করা যায়নি। বরং আরজি কর কাণ্ডের বিরুদ্ধে মোহনবাগান, ইস্টবেঙ্গল সমর্থকরা একসঙ্গে প্রতিবাদ প্রদর্শন করার পরিকল্পনা গ্রহণ করেছিল।

পুলিশের আশঙ্কা, প্রতিবাদ প্রদর্শনের সময় ঘটতে পারে কোনও অপ্রীতিকর ঘটনা। বিধাননগর পুলিশ কমিশনারেটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিবাদ কর্মসূচি বা মিছিলের মাধ্যমে অপ্রীতিকর ঘটনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ। ‘নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে’ যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বরে জারি করা হয়েছে ১৬৩ ধারা।

টিম ইন্ডিয়ায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করা বোলার? স্পষ্ট করলেন শাহ

বিধাননগর পুলিশ কমিশনারেটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরণের কোনও কর্মসূচিতে যোগ না দেওয়ার পরামর্শ দেওয়ায় হচ্ছে। বিশেষত যেখানে পুলিশের অনুমতি নেই। কারণ এমন কিছু তথ্য পুলিশের হাতে পৌঁছেছে যেখান থেকে আইন উলঙ্ঘন করা হতে পারে। বিশৃঙ্খলা বা বিভ্রান্তি ছড়াতে পারে এমন কিছু পোস্ট, শেয়ার কিংবা ফরোয়ার্ড না করার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular