Kolkata Derby: গোপন বৈঠকে হাবাস-ফেরেন্দো, কোন কৌশলে মশাল নেভাবে বাগান?

Antonio López Habas, Juan Ferrando

আগামী ১২ই আগস্ট ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে মরশুমের প্রথম ডার্বি (Kolkata Derby)। এখন সেদিকেই নজর সকলের। ডুরান্ডের সূচি ঘোষণা করার পর থেকে এই মোহন-ইস্টের ম্যাচ নিয়ে প্রবল উন্মাদনা দেখা দিতে থাকে সকলের মধ্যে। বিগত কয়েকদিন ধরেই এই ম্যাচের টিকিট সংগ্ৰহের জন্য ভিড় জমতে থাকে ময়দানে।

এমনকি একটি টিকিটের জন্য আজ সকাল থেকেই ময়দানের দুই প্রধানের তাঁবুর সামনে ভিড় জমাতে থাকেন দুই দলের সমর্থকরা। এসবের মাঝেই এবারের ডার্বি নিয়ে বিশেষ বৈঠক সেরে নিলেন বাগানের দুই আইএসএল জয়ী ব্যক্তিত্ব। একজন গতবারের আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দো ও বাগান দলের নতুন টিডি অ্যান্তোনিও লোপেজ হাবাস। কি কথা হল তাদের মধ্যে? সেই নিয়েই জোর জল্পনা কলকাতা ময়দানে।

   

বলাবাহুল্য, বর্তমান কোচ হুয়ান ফেরেন্দোর তুলনায় লাল-হলুদকে অনেকটা ভালো মতোই চেনেন হাবাস। তাছাড়া ভারতীয় ফুটবল সম্পর্কে ও যথেষ্ট স্বচ্ছ ধারনা রয়েছে এই স্প্যানিশের। তাছাড়া আইএসএল ও জিতেছেন একাধিকবার।

তবে গত বুধবার সবুজ-মেরুন তাঁবুতে পা রাখার পর দেদার আড্ডায় মেতে ওঠেন দুই স্প্যানিশ। তবে ফেরেন্দোর তত্ত্বাবধানে দলের অনুশীলন শুরু হতেই সোজা ভিআইপি বক্সে চলে যান হাবাস। সেখান থেকেই দেখতে থাকেন দলের অনুশীলন। তবে অনুশীলনের শেষে গোপন আলোচনা চলতে থাকে দুজনের মধ্যে। হয়ত বেশকিছু পরামর্শ দেওয়া হয়েছে তার তরফে। কিন্তু ফেরেন্দোর কোচিংয়ে তিনি যে সরাসরি হস্তক্ষেপ করবেন না তা ভালো মতোই জানা রয়েছে সকলের। ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুসারে মোহনবাগানের ইয়ুথ ডেভলপমেন্ট দেখার পাশাপাশি সিনিয়র দলের ফর্মেশন দেখার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন হাবাস।

সেইমতো হয়ত বেশকিছু পরিকল্পনা নিতে পারেন হুয়ান ফেরেন্দো। তবে পরিকল্পনামাফিক ভাবে দেখলে উভয়ের স্ট্র্যাটেজির ক্ষেত্রেই বেশকিছু পরিবর্তন রয়েছে। ফেরেন্দোর কাছে আক্রমণ মূল মন্ত্র হলেও হাবাস বিশ্বাসী দলের রক্ষনশীল ফুটবলে। তবে শুধু হাবাস নয়। দলের পরিকল্পনা করার ক্ষেত্রে ক্লিফোর্ড মিরেন্ডার সঙ্গে ও দীর্ঘক্ষণ আলোচনা করেন দুজনে। আদৌ ঠিক কি পরিকল্পনা নিতে চলেছেন ফেরেন্দো এখন সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন