বিজিটি শেষ, অস্তাচলের পথে এক ‘মহাতারকা’?

রোহিত শর্মার, বিরাট কোহলির চরম অফ ফর্ম থাকার পরেও খেলে যাওয়া নিয়ে নানা কথা হচ্ছে নানা মাধ্যমে। রোহিত সিডনি টেস্ট না খেললেও তিনি খেলা ছাড়ছেন…

Scott Boland

রোহিত শর্মার, বিরাট কোহলির চরম অফ ফর্ম থাকার পরেও খেলে যাওয়া নিয়ে নানা কথা হচ্ছে নানা মাধ্যমে। রোহিত সিডনি টেস্ট না খেললেও তিনি খেলা ছাড়ছেন না বলেই দিয়েছেন। অথচ বুড়ো বয়সে দলকে বর্ডার গাভাস্কার ট্রফি দিয়ে আবারও অন্তরালে যেতে হতে পারে অজিদের চারটি বিজিটি হারের পর গত এক দশকে প্রথম এই ট্রফি জয়ের অন্যতম নায়ককে। তিনি স্কট বোল্যান্ড (Scott Boland)। এক লো প্রোফাইল তারকা।

স্কট বোল্যান্ডের অজি দলে ডাক পড়েছিল জশ হ্যাজলউড চোট পাওয়ায়। অথচ তাদের শ্রীলঙ্কা ট্যুরে আবার বেঞ্চে চলে যাবে হ্যাজলউড ফিট থাকলে। তাছাড়া দলে থাকলেও সুযোগ পাবেন কি না তা সন্দেহ আছে কারণ সিরিজ হবে শ্রীলঙ্কায়। সেখানে তো স্পিনার বেশি লাগবে। বর্ডার গাভাস্কার ট্রফির পাঁচ নম্বর ম্যাচের সবচেয়ে বড় নায়ক এই ৬ ফুট দুই ইঞ্চির ভিক্টোরিয়ান। দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট তুলে নিয়েছে, ভারতের ব্যাটিং অর্ডারকে ধ্বসিয়ে দিয়েছেন একাই ।

   

কিন্তু জীবন বড়ই নিষ্ঠুর বোল্যান্ডদের জন্য। তারকাদের ভিড়ে জায়গা হয়নি, ৩২ বছর অপেক্ষা করতে হয়েছে ব্যাগি গ্রিনের জন্য। ডেবিউর পর থেকে তিন বছরে টেস্ট ম্যাচ খেলল মাত্র ১৩ টা।

এই ১৩ টেস্টে ১৮ এর গড়ে ৫৬ উইকেট, অ্যাশেজে আগুন ঝড়ানো সেই ৭/৬ বোলিং ফিগার। ২০ এর নিচে বোলিং অ্যাভারেজ বিশ্বে এই মুহুর্তে কটা টেস্ট বোলারের আছে? হোম ট্র্যাকে রীতিমতো ব্যাটসম্যানদের যম তিনি। বলের লাইন – লেন্থ মিস হয়না। ব্যাটসম্যানের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নিয়ে ধরাশায়ী করে ছাড়লেন তিনি।

তবুও অপেক্ষার প্রহর শেষ হয়না। বয়স ৩৫ হয়ে গিয়েছে, আর ২/৩ বছর হয়তো স্কট মাইকেল বোল্যান্ডের দেখা পাওয়া যাবে। লোকটা আবার ধৈর্য ধরে অপেক্ষা করে যাবে পরেরবার সুযোগ পাওয়ার জন্য।

অস্ট্রেলিয়ার এই বিজিটি জয়ে পেস ত্রয়ীর গল্পে স্কট বোল্যান্ড একটা পাশ্বচরিত্র হয়েই থেকে যাবেন। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিলোনা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড কি কখনও স্কটি বোল্যান্ডকে ভুলতে পারবে? জাতে অস্ট্রেলিয় না হলে তো তাকে নিয়ে উপন্যাস রচনা হতো! যেমন হয়নি ডেভিড হাসি, জর্জ বেইলি, সাইমন কাটিচ কিংবা স্টুয়ার্ট ম্যাকগিল, এন্ডি বিকেলদের নিয়ে।