২০ ম্যাচের মধ্যে মাত্র ১ টি জয় !শেষ ম্যাচেও হেরে লিগের তলানিতে স্থান হলো এস সি ইস্টবেঙ্গলের।মরশুম (ISL)শেষে এস সি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মারিও রিভেরা কার্যত স্বীকার করে নিলেন তার দল ভালো খেলতে পারেনি ।
শনিবার লিগের শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসি’র মুখোমুখি হয়েছিল লাল হলুদ ব্রিগেড।সুনীলদের কাছে হার হজম করে লিগ অভিযান শেষ করলো তারা।এদিন ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রিভেরা।
ম্যাচ হারলেও তার দল বেঙ্গালুরুর বিপক্ষে সমানে সমানে লড়াই করেছেন বলেই মত লাল হলুদ কোচের।তার দল বক্সের মধ্যে ভালো খেলতে পারেনি, আর তার খেসারত দিতে হলো ম্যাচ হেরে।সাফ মত রিভেরার।এছাড়াও বেঙ্গালুরুর রক্ষণ ভাগের প্রশংসা করেছেন তিনি এদিন।
এদিন দলের প্রথম একাদশে অনন্ত তামাং, শুভ ঘোষদের মতো একাধিক তরুণ ফুটবলার’কে সুযোগ দিয়েছিলেন রিভেরা,সেই বিষয়ে জানতে চাওয়া হলে ইস্টবেঙ্গল কোচ বলেন, দলে বেশ কিছু ফুটবলার’দের চোটঘাতের সমস্যা আছে,এছাড়া দলের বাকী ফুটবলার’দের দেখে নেওয়ার বিষয়টা এক্ষেত্রে প্রভাবিত করেছে।
এস সি ইস্টবেঙ্গলের কোচ হিসেবে এ মরশুমে তার প্রাপ্তির বিষয়ে জানতে চাওয়া হলে রিভেরা বলেন,দল উন্নতির চেষ্টা চালিয়েছে গোটা মরশুম জুড়ে, কিন্তু ব্যাক্তিগত ভাবে তার কাছে এই মরশুম’টা খুবই হতাশজনক,মনে রাখার মতো কিছুই নেই।