SC East Bengal : এসসি ইস্টবেঙ্গলে যোগ দিলেন স্ট্রাইকার মার্সেলো রিবেইরো

এসসি ইস্টবেঙ্গলে (SC East Bengal) ড্যানিয়েল চিমার পরিবর্তে এলেন মার্সেলো রিবেইরো। পর্তুগিজ প্রথম বিভাগ থেকে রিবেইরো রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডে যোগ দিয়েছেন।

Advertisements

সোমবার তরুণ এই ব্রাজিলিয়ন স্ট্রাইকার মার্সেলো রিবেইরা ডস স্যান্টোস লাল হলুদ শিবিরে যোগ দিলেন লোনে গিল ভিসেন্টে এফসি দল থেকে।এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে।

   

এসসি ইস্টবেঙ্গল মার্সেলো রিবেইরোকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে স্কোয়াডে নেওয়ার বিষয়টা স্বীকার করেছে।

শুক্রবার চলতি আইএসএলে এসসি ইস্টবেঙ্গল মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে।১০ ম্যাচ পরেও জয় অধরা লাল হলুদ শিবিরে। এমন আবহে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে লাল হলুদ শিবিরে এই ট্রান্সফার তা বলাই চলে।

চলতি আইএসএল (ISL) টুর্নামেন্টের ১১ তম রাউন্ডের শেষ ম্যাচ মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে এসসি ইস্টবেঙ্গল। ১০ ম্যাচ হয়ে যাওয়ার পরেও জয় অধরা লাল হলুদ বিগ্রেডের। হতশ্রী ফুটবল রেড এন্ড গোল্ড শিবিরের ফুটবলারদের,অথচ দলের অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং ম্যাচ চলাকালীন নিজের একশা শতাংশ এনার্জি নিঙড়ে দিয়েছেন ‘গোল কানা’ লাল হলুদ ফুটবলারদের পিছনে। প্রাক্তন ভারত অধিনায়ক তথা হেডকোচ রেনেডি সিং’র এমন এনার্জি লেভেল সোশাল মিডিয়াতে মুহুর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements