SC East Bengal: লিগের ‘লাস্ট বয়’ তকমা অটুট রাখল এসসি ইস্টবেঙ্গল

SC East Bengal

লড়াইটা ছিল মুখ রক্ষার। সেখানেও ব্যর্থ এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। চলতি ইন্ডিয়ান সুপার লিগের শেষ স্থানেই রইল লাল-হলুদ ব্রিগেড। 

Advertisements

সোমবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আক্রমণে জোর দিয়েছিল ইস্টবেঙ্গল। হাইল্যান্ডারদের তেকাঠি লক্ষ্য করে নেওয়া হয়েছিল একাধিক শট। কিন্তু একটি মাত্র ক্ষেত্র ছাড়া জল কাঁপাতে পারেনি ইস্টবেঙ্গল। 

বল পজিশন কিংবা আক্রমণের নিরিখে লাল হলুদের থেকে পিছিয়ে ছিল খালিদ জামিলের দল। তবুও ম্যাচে এগিয়ে গিয়েছিল তারা। বিতরিত ঠিক আগে মার্কোর করা গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট। 

Advertisements
SC East Bengal
দলকে সমতায় ফিরিয়েছিলেন অ্যান্টনিও।

বিরতি থেকে ফেরার কিছু পরেই অবশ্য সমতায় ফেটে এসসি ইস্টবেঙ্গল। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ১-১ করেন অ্যান্টনিও পেরোসেভিচ। এরপর কোনো দলই আর খুলতে পারেনি গোল মুখ। পয়েন্ট ভাগাভাগি করে শেষ হয় ম্যাচ। 

কুড়িটা ম্যাচ খেলা হয়ে গেল নর্থ ইস্টের। ১৪ পয়েন্ট নিয়ে তারা এবারের মতো লিগ শেষ করল দশম স্থানে। ইস্টবেঙ্গলের এখনও একটি ম্যাচ বাকি। প্রাপ্ত পয়েন্ট ১১। মার্চের পাঁচ তারিখে খেলা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।