মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গল খেলতে নামছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পঞ্চম স্থানে থাকা দল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। ভ্যালেন্টাইন ডে’তে কেরালা ব্লাস্টার্স এফসি’র কাছে সিপোভিচের করা একমাত্র গোলে হেরে যায় লাল হলুদ ব্রিগেড,০-১ স্কোরলাইনে।
সাত দিনের ব্যবধানে খেলতে নামছে ISL’র লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গল। গত ম্যাচে গোয়ার তিলক ময়দানে গোল করে সিপোভিচের ‘পুষ্পা নাচ’ দেখেছে সকলে। ১৭ ম্যাচে ১০ পয়েন্ট এসসি ইস্টবেঙ্গলের,শুধুমাত্র এফসি গোয়ার বিরুদ্ধে জয় পেয়েছে মারিও রিভেরার কোচিং লাল হলুদ শিবির নাওরেম মহেশ সিং’র জোড়া গোলে।ওই পর্যন্তই!৭ ম্যাচ ড্র এবং ৯ ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে চলতি ISL টুর্নামেন্টে এসসি ইস্টবেঙ্গল।
লাল হলুদের প্রাক্তনী থেকে শুরু করে সভ্য-সমর্থক সকলেই হতাশ ২০২১-২২ ISL সেশনে এসসি ইস্টবেঙ্গলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে। আলেহান্দ্রো মেনন্দেজ গার্সিয়ার কোচিংয়ে সেশন শুরু করলেও টানা ৮ ম্যাচে হার লাল হলুদ শিবিরের,ময়দানের সংস্কৃতি মেনে আলেহান্দ্রোর সরে যাওয়া। এরপর তিন ম্যাচের জন্য অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং’র কোচিংয়ে তুলনামূলক পারফরম্যান্সের ছটা। ফের ওই তিন ম্যাচ পর মারিও রিভেরার হাতে দলের কম্যান্ড তুলে দিয়ে এফসি গোয়ার বিরুদ্ধে একমাত্র জয় চলতি মরসুমে এসসি ইস্টবেঙ্গলের। এরই মাঝে প্রাক্তনীরাও সরব প্রিয় দলের পারফরম্যান্স নিয়ে।টানা ৫ হাইভোল্টেজ ডার্বি ম্যাচে হার,চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে।
চলতি ISL সেশনের দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে কিয়ান নাসিরির হ্যাটট্রিক লাল হলুদ ব্রিগেডের বিরুদ্ধে। এসসি ইস্টবেঙ্গলের লেফট ব্যাক হীরা মণ্ডলের বিস্ফোরক স্বীকারোক্তি ডার্বি ম্যাচের অতিরিক্ত সময়ে দল এক পয়েন্ট পাওয়ার মানসিকতায় ছিল। সব মিলিয়ে টানা দুই ISL সেশন এবং আই লিগ ২০২০,১৯ জানুয়ারি ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। হাহাকার, হাহুতাশ এখন নিত্যসঙ্গী লাল হলুদ জনতার। প্রিয় দল PJN স্টেডিয়াম, ফতোর্দাতে জয়ের মুখ দেখবে বুকে হাত রেখে বলতেও এখন ঠোট কাঁপছে সমর্থকদের।