এ বছর ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম আবিষ্কার হীরা মন্ডল। প্রায় প্রতি ম্যাচেই নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। হীরা এখন ইস্টবেঙ্গল (SC East Bengal) সমর্থকদের নয়নের মণি। কোচ মারিও রিভেরা উচ্ছ্বসিত বঙ্গ তনয়কে নিয়ে।
প্রশ্নের উত্তরে মারিও জানিয়েছেন, ‘প্রতি ম্যাচের শেষে আমরা কাটাছেঁড়া করি। কথা ভুল হয়েছে। কোন জায়গায় খামতি রয়ে গিয়েছে ইত্যাদি। সব মিলিয়ে আরও ভালো কী করে করা যায় আমরা সেই চেষ্টাই করি সর্বদা।’
হীরা মন্ডলের প্রসঙ্গে উঠতেই মারিওর একের পর এক প্রসস্তি বাক্য। ‘হীরা দারুণ ফুটবলার। ওর পায়ে ভালো কাজ রয়েছে। প্রতি দিন এভাবেই যদি নিজেকে গড়তে থাকে, তাহলে আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি জাতীয় দলে জায়গা করে নেবে।’
ছাত্রর জন্য কিছু পরামর্শও দিয়েছেন রিভেরা, ‘কিন্তু এখন ওর শেখার সময়। ওকে আরো শিখতে হবে। ভুলগুলো শুধরে নিতে হবে। হীরা ঠিক পথেই রয়েছে।’