ইস্টবেঙ্গল এবং বাগানের এই রেকর্ডগুলো কখনও ভুলবে না ISL 

এবারের মতো শেষ হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। থেকে গিয়েছে কিছু রেকর্ড। যা আগামী দিনেও মোটা হরফে লেখা থাকবে লিগ ইতিহাসের পাতায়। এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) এবং এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) অবদান অনস্বীকার্য।

এসসি ইস্টবেঙ্গল

   

লাল হলুদের ইতিহাস এমন পরিসংখ্যান আগে হয়তো কখনও দেখেনি। লিগের একেবারে তলানিতে ছিল এসসি ইস্টবেঙ্গল। যা ক্লাবের ১০২ বছরের ইতিহাসে বিরল। 

গোটা টুর্নামেন্টে মাত্র একটি জয় হাসিল করেছে মশাল বাহিনী। এর আগে টুর্নামেন্টে সর্বশেষ স্থান অধিকারী দলগুলো দুটি অথবা তার বেশি ম্যাচ জিততে পেরেছিল। ইস্টবেঙ্গল জিতছে মাত্র একটি ম্যাচে। এফসি গোয়ার বিরুদ্ধে। ১৯ জানুয়ারি ২০২২ – এ গোয়ার ফ্র্যাঞ্চাইজি দলের বিরুদ্ধে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবের স্কোরলাইন ছিল ২-১।

এটিকে মোহন বাগান

এসসি ইস্টবেঙ্গলের বিপরীতে এটিকে মোহন বাগানের রেকর্ড গৌরবের। সৌজন্যে কিয়ান নাসিরি। সব থেকে কম বয়সী ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেছেন কিয়ান। ২০২২ সালের ২৯ জানুয়ারি এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিনটি গোল করেছিলেন তিনি।

রেকর্ড অর্থে কোলাসো

হায়দরাবাদ এফসি থেকে লোনে এটিকে মোহন বাগানে এসেছিলেন লিস্টন কোলাসো। সবুজ মেরুন জার্সিতে ভারতীয় এই তরুণের খেলা পৌঁছেছিল অন্য উচ্চতায়। তাঁকে হাতছাড়া করতে চায়নি ক্লাব। তাই রেকর্ড ট্রান্সফার মূল্য দিয়ে লিস্টনকে ধরে রেখেছিল কলকাতার এই ক্লাব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন