লিগ শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া রিয়াল কাশ্মীরের, ঘরের মাঠে জয় বেঙ্গালুরুর

আইলিগের শীর্ষস্থান দখলের সহজ‌ সুযোগ হাতছাড়া করল রিয়াল কাশ্মীর (Real Kashmir)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার দেশের দ্বিতীয় ডিভিশন লিগে মুহম্মদ হাম্মাদের ফুটবল দলের বিপক্ষে…

SC Bengaluru Real Kashmir

আইলিগের শীর্ষস্থান দখলের সহজ‌ সুযোগ হাতছাড়া করল রিয়াল কাশ্মীর (Real Kashmir)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার দেশের দ্বিতীয় ডিভিশন লিগে মুহম্মদ হাম্মাদের ফুটবল দলের বিপক্ষে খেলতে নেমেছিল চিন্তা চন্দ্রশেখর রাওয়ের স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু (SC Bengaluru)। সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে ফেলে এই ফুটবল দল। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে থমিও শিমরে, শ্রাবণ শেঠি এবং ফাসলুরাহমান মেথুকাইল। অন্যদিকে, রিয়াল কাশ্মীরের হয়ে জোড়া গোল করে যান গনোহের ক্রিজো। যদিও শেষ রক্ষা হয়নি।

টানা দুই ম্যাচে জয় পাওয়ার পর আবার ও ধাক্কা খেল কাশ্মীরের এই ফুটবল দল। অপরদিকে, শেষ দুইটি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার ফের জয়ের মুখ দেখল বেঙ্গালুরু। বলাবাহুল্য, এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিলেন হেনরি কিসেক্কার মতো ফুটবলাররা। স্বাভাবিকভাবেই গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি তাঁদের পক্ষে। প্রথম ৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন শিমরে। স্বাভাবিকভাবেই তা বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করেছিল ফুটবলারদের মধ্যে। যদিও সমতায় ফিরে আসতে খুব একটা সমস্যা দেখা দেয়নি প্রতিপক্ষ ফুটবল দলের।

   

Also Read | শিলংয়ের ময়দানে মালদ্বীপের তিন তারকার দিকে নজর রাখতে হবে ব্লুটাইগার্সদের

প্রথম কোয়ার্টারের শেষের দিকেই পেনাল্টি আদায় করে নেয় রিয়াল কাশ্মীর। সেখান থেকেই গোল তুলে নেন ক্রিজো। তারপর বেশকিছুটা সময় ম্যাচের মধ্যে প্রভাব ফেলেছিল আইলিগের এই ফুটবল ক্লাব।‌ তারপর তৃতীয় কোয়ার্টারের শুরুর দিকেই দ্বিতীয় গোল করে যান আইভরি কোস্টের এই তারকা বিদেশি। সুযোগ বুঝেই পাল্টা আক্রমণে উঠে আসতে শুরু করে চন্দ্রশেখর রাওয়ের ছেলেরা। গোল হজম করার মিনিট তিনেকের মধ্যেই বেঙ্গালুরুকে ছন্দে ফেরান ডিফেন্ডার শ্রাবণ শেঠি। প্রথমার্ধের শেষে বজায় থাকে অমীমাংসিত ফলাফল।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়িয়ে গোল তুলে নিতে মরিয়া ছিল স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু। পরিকল্পনা অনুযায়ী ম্যাচের ৪৮ মিনিটের মাথায় চলে আসে সেই গোল। পরবর্তীতে উভয় দলের কাছে একাধিকবার গোলের সুযোগ আসলেও সেগুলি কাজে লাগানো সম্ভব হয়নি। ম্যাচের শেষ আধঘন্টা বেঙ্গালুরু দলকে দশজনে খেলতে হলেও খুব একটা সুবিধা করতে পারেনি রিয়াল কাশ্মীর। যারফলে ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানেই থাকতে হল এই শক্তিশালী ফুটবল দলকে।