গতবারের হতাশা ভুলে আসন্ন আইএসএল মরসুমে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ওডিশা এফসির (Odisha FC)। সেজন্য স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার উপরেই ভরসা রেখেছেন ওডিশার কর্তারা। গত কয়েক মাসে তাঁর নির্দেশ মেনেই খেলোয়াড় সই করিয়েছে এই শক্তিশালী ফুটবল ক্লাব।
প্রতিপক্ষের ঘর ভেঙে একাধিক ফুটবলারদের দলে টেনেছে ওডিশা। যাদের উপস্থিতিতে আগের তুলনায় আরো অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। তবে সেখানেই শেষ নয়। দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে আরো বেশকিছু ফুটবলারদের সই করাতে চলেছে সার্জিও লোবেরার ফুটবল দল।
তারমধ্যে এবার উঠে আসতে শুরু করেছে সেভিয়ার গামার নাম। গত বেশ কয়েক বছর ধরেই আইএসএলের শক্তিশালী ফুটবল ক্লাব এফসি গোয়ার সঙ্গে যুক্ত ছিলেন এই লেফট ব্যাক। মাস কয়েক আগেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে গোয়া শিবিরের। তারপর আর তাঁকে দলে রাখতে আগ্ৰহ দেখায়নি এই ফুটবল ক্লাব। সেই দিকে নজর রেখেই পরবর্তী গামার সঙ্গে কথাবার্তা শুরু করে ওডিশা।
বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই নাকি ওডিশা এফসির সিনিয়র দলের সঙ্গে অনুশীলনে যুক্ত হয়েছেন এই ডিফেন্ডার। সেখানে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর যোগদানের কথা ঘোষণা করবে ওডিশা ম্যানেজমেন্ট।