খারাপ সময় সবাই পাশে থেকেছে, দল ছাড়ার প্রসঙ্গে কী বললেন সৌরভ?

নতুন মরসুমের জন্য অনেক আগে থেকেই দল গোছাতে শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। পরিকল্পনা অনুযায়ী এক্ষেত্রে একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে তাঁদের। দেশীয়…

Kerala Blasters Saurav Mandal

নতুন মরসুমের জন্য অনেক আগে থেকেই দল গোছাতে শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। পরিকল্পনা অনুযায়ী এক্ষেত্রে একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে তাঁদের। দেশীয় ফুটবলারদের পাশাপাশি এক্ষেত্রে বেশকিছু বদল দেখা যেতে পারে দলের বিদেশি ফুটবলারদের নির্বাচনের ক্ষেত্রে। মনে করা হচ্ছে এক্ষেত্রে গতবারের দলের চারজন বিদেশি ফুটবলারদের দলে রেখেই হয়তো পরিকল্পনা সাজাতে পারেন ডেভিড কাতলা। যাদের মধ্যে থাকতে পারেন নোয়া সাদাউ থেকে শুরু করে ডুসান ল্যাগেটর, জেসুস জেমিনেজের মতো তারকা। এছাড়াও সব ঠিকঠাক থাকলে অন্যান্য সিজন গুলির মতো দলে দেখা যেতে পারে উরুগুয়ান তারকা আদ্রিয়ান লুনাকে।

যদিও সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আসলে গত মরসুমে চোট সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই বল পায়ে খুব একটা সক্রিয়তা দেখাতে পারেননি এই ফুটবলার। তাই সমর্থকদের আবেগের পাশাপাশি তাঁর পারফরম্যান্সের দিকে নজর রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ক্লাব। সেই সাথে দেশীয় ব্রিগেডের উপর বাড়তি নজর দিচ্ছে ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে, শেষ কয়েক বছরের তুলনায় এবার অনেকটাই শক্তিশালী হতে চলেছে ভারতীয় ব্রিগেড। স্বাভাবিকভাবেই দলের মধ্যে যে একাধিক বদল আসবে সেই ইঙ্গিত মিলেছিল আগেই।

   

সেইমতো গত শুক্রবার দলের মিডফিল্ডার সৌরভ মন্ডলকে ( Saurav Mandal) রিলিজ করে দেয় আইএসএলের এই ফুটবল ক্লাব। শেষ কয়েক বছর ধরে দক্ষিণের এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন জলন্ধরের এই ফুটবলার। খুব একটা সুযোগ না পেলেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে গিয়েছেন সব সময়। কিন্তু নয়া সিজনে তাঁকে বাদ রেখেই পরিকল্পনা সাজাতে চলেছে ম্যানেজমেন্ট। গতকাল নিজের সোশ্যাল সাইটে প্রাক্তন দল নিয়ে আবেগঘন পোস্ট করেন এই ফুটবলার। সেখানে তিনি লেখেন, ” কেরালা ব্লাস্টার্স পরিবারের সদস্য ও দলের অংশ হিসেবে গত কয়েক বছরে বহু প্রতিভাবান ফুটবলার তথা সতীর্থদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। সবার সাথে কাজ করতে পারাটা আমার জন্য অনেক গর্বের।”

Advertisements

আরও বলেন, ” কিছু ভালো স্মৃতি তৈরি করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমার কঠিন সময়ের
পাশে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। এই ক্লাবের সকলের জন্য শুভকামনা রইল। আশা রাখি আগামী কয়েক বছরে দল অনেক সাফল্য পাবে।”