আগামী ৫ অক্টোবর ইন্ডিয়ান সুপার লিগের চতুর্থ ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে। আসন্ন এই অ্যাওয়ে ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা লাল-হলুদের। তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সকলকে। এবারের এএফসির চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের প্রিলিমিনারী ম্যাচে ঘরের মাঠে প্রাইভেট হওয়ার পর দুরন্ত ছন্দে আইএসএল শুরু করার পরিকল্পনা ছিল ময়দানের এই প্রধানের।
কিন্তু সেটা সম্ভব হয়নি। বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে পরবর্তীতে কেরালা ব্লাস্টার্স হোক কিংবা এফসি গোয়া। প্রত্যেক ম্যাচেই কার্যত নাস্তানাবুদ হতে হয়েছে লাল-হলুদ শিবিরকে। যারফলে পয়েন্ট টেবিলের সবার নিচে এসে ঠেকেছে ইমামি ইস্টবেঙ্গল। যা নিয়ে প্রবল হতাশ সমর্থকরা। দলের এই খারাপ পরিস্থিতির মধ্যেই গত কয়েকদিন আগে হেড কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। যারফলে বর্তমানে জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের ও দায়িত্ব পালন করছেন বিনো জর্জ।
গত কয়েকদিন ধরে তাঁর তত্ত্বাবধানে অনুশীলন করছে গোটা দল। আগামী জামশেদপুর ম্যাচে জয় পেতে মুখিয়ে সকলেই। তবে দলের দুই দাপুটে ফুটবলারদের নিয়ে ব্যাপক চিন্তায় ছিলেন সকলে। আসলে কিছুদিন আগেই ডেঙ্গির কবলে পড়তে হয়েছিল স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোকে (Saul Crespo)। তাই বেশ কয়েকদিন অনুশীলনে ও দেখা যায়নি তাঁকে। কিন্তু বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই তারকা। যারফলে বুধবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে দেখা যায় এই তারকাকে।
ক্রেসপোর ফিরে আসায় অনেকটাই আত্মবিশ্বাস বাড়বে দলের সতীর্থ ফুটবলারদের। এছাড়াও সিনিয়র দলে সদ্য নথিভুক্ত হওয়া হীরা মন্ডল ও রয়েছেন যথেষ্ট চনমনে মেজাজে। কলকাতা ফুটবল লিগের পর আইএসএলের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে লাল-হলুদ জার্সিতে ফের মাঠে নামতে মুখিয়ে তিনি।