Saul Crespo: লাল-হলুদে নিজের সেরা মুহূর্তের কথা জানালেন ক্রেসপো

গত সিজনে ইস্টবেঙ্গল (East Bengal) জার্সিতে অনবদ্য পারফরম্যান্স থেকেছে সাউল ক্রেসপোর (Saul Crespo)। ডুরান্ড কাপ (Durand Cup) হোক কিংবা কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup)।…

Saul Crespo

গত সিজনে ইস্টবেঙ্গল (East Bengal) জার্সিতে অনবদ্য পারফরম্যান্স থেকেছে সাউল ক্রেসপোর (Saul Crespo)। ডুরান্ড কাপ (Durand Cup) হোক কিংবা কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup)। সবক্ষেত্রেই দলের মাঝমাঠের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন এই স্প্যানিশ ফুটবলার। বলতে গেলে তার অধিক সক্রিয়তার সুবাদেই শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে সুপার কাপ জয় করে লাল-হলুদ শিবির।

তবে সেখানেই শেষ নয়। পরবর্তীতে দলের জার্সিতে ইন্ডিয়ান সুপার লিগে ও দুরন্ত পারফরম্যান্স ছিল ক্রেসপোর। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টসের বিপক্ষে একটি দৃষ্টিনন্দন গোল ও করেছিলেন তিনি। এই সমস্ত দিক মাথায় রেখেই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দল।

   

আগামী ২০২৬ পর্যন্ত তার সঙ্গে চুক্তি বাড়িয়ে নেয় ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যা নিঃসন্দেহে খুশি করেছে দলের সমর্থকদের। তার উপস্থিতি নিঃসন্দেহে শক্তি বাড়াবে দলের মাঝমাঠে। এসবের মাঝেই দলের মাধ্যমকে এক সাক্ষাৎকার দেন সাউল ক্রেসপো। সেখানে তিনি বলেন, আমি খুবই খুশি এই ফুটবল ক্লাবের জার্সিতে নিজের যাত্রা দীর্ঘায়িত করতে পেরে। এই দল আমার পরিবার। আমি সর্বদা দলের সমর্থকদের থেকে ইতিবাচক বার্তা খুঁজে পাই। আমি তাদের কাছে কৃতজ্ঞ। সকলকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সেখানেই শেষ নয়। এই দলের হয়ে কাটানো সেরা মুহূর্তের কথাও তুলে ধরেন এই স্প্যানিশ ফুটবলার।

যেখানে উঠে আসে ইস্টবেঙ্গলের কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গ। তিনি বলেন, এই ট্রফি জয়ের পর কলকাতা বিমান বন্দরে সমর্থকরা যেভাবে অভ্যর্থনা জানিয়ে ছিল তা কখনোই ভোলার নয়। এছাড়াও আমি দলের কোচ কার্লোস কুয়াদ্রাতের থেকে ও অনেক কিছু শিখেছি। তিনি একজন দক্ষ প্রশিক্ষক। ওনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে‌। আমার উপর আস্থা রাখার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আগত মরশুমে ও আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। উল্লেখ্য, গত সিজনের শুরুতে ওডিশা এফসি থেকে তাকে দলে টেনেছিল মশাল ব্রিগেড। সময়ের সাথে সাথে নিজের জাত চিনিয়েছেন ব্যাপকভাবে। আগত সিজনে ও তার দিকে নজর থাকবে সমর্থকদের।