কিছু সিজন আগে শক্তিশালী ওডিশা এফসি থেকে সাউল ক্রেসপোকে দলে টেনেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। সেবার কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে অনবদ্য ফুটবল খেলেছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। প্রথম দিকে ধাক্কা খেতে হলেও পরবর্তীতে সুপার কাপ জয় করেছিল মশাল ব্রিগেড। এককথায় যা বিরাট বড় সাফল্য ছিল সকলের কাছে। পরবর্তীতে অর্থাৎ গত মরসুমে ও তাঁর উপর ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি এই স্প্যানিশ ফুটবলার। চোট আঘাতের পাশাপাশি অফ ফর্ম যথেষ্ট চিন্তায় রেখেছিল সকলকে। যারফলে নতুন সিজনে আদৌ তিনি দলে থাকবেন কিনা সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা।
শেষ পর্যন্ত সমস্ত কল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবারের এই ডুরান্ডের শুরুতে শহরে এসে গিয়েছিলেন ক্রেসপো। প্রথম থেকেই তাঁকে নিয়ে এবার খুব একটা উন্মাদনা না থাকলেও ঐতিহ্যবাহী এই ডুরান্ড কাপে যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এই দাপুটে ফুটবলার। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা ছিল ক্রেসপোর। গ্রুপ পর্বের ম্যাচগুলির পাশাপাশি কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিপক্ষে ও ব্যাপক সক্রিয় ছিলেন তিনি। যদিও সেমিফাইনালি ছিটকে যেতে হয়েছিল মশাল ব্রিগেডকে। তবে এই সিজনে এখনও পর্যন্ত যথেষ্ট ইতিবাচক ফুটবল খেলেছেন তিনি।
আসন্ন সুপার কাপে এবার নিজেদের সেরাটা দিতে মুখিয়ে সকলে (East Bengal FC)। এবারের এই অক্টোবরের শেষের দিকে শুরু হতে চলেছে এই সর্বভারতীয় ফুটবল কাপ টুর্নামেন্ট। তাঁর আগেই বেশ কিছু দিন সময় রয়েছে দলের ফুটবলারদের হাতে। সেইমতো নিজেদের পরিকল্পনা অনুযায়ী দেশ-বিদেশের নানা স্থানে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন দলের ফুটবলাররা। এবার বেনারসে সময় কাটাতে দেখা যায় সাউল ক্রেসপোকে। যেখানে কাশি বিশ্বনাথ মন্দির সহ বিভিন্ন স্থানে ও ভ্রমণ করতে দেখা যায় তাঁকে। তিনি একানন। তাঁর সাথেই এবার নিজের পরিবার নিয়ে ছুটি কাটাতে দেখা যায় লাল-হলুদের আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলেকে।
এছাড়াও ভারতীয় ক্রিকেট দলের জার্সি ও গায়ে চাপিয়ে ছবি আপলোড করেন ক্রেসপো। যা নিঃসন্দেহে নজর কেড়েছে সকলের। তাঁর মতোই এবার আসন্ন ফুটবল টুর্নামেন্টে নিজেকে রক্ষণভাগের প্রাচীর হিসেবে মেলে ধরতে চাইবেন কেভিন। সেই অনুযায়ী পরবর্তীতে তাঁকে নিয়ে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে লাল-হলুদ ম্যানেজমেন্ট।