আরও এক বছরের চুক্তিতে সৌদি আরবের ফুটবলার Shaher Shaheen – কে দলে রেখে দিল মহামেডান স্পোর্টিং। গতবছর এই ডিফেন্ডার যোগদান করেছিলেন মহামেডান স্পোর্টিংয়ে।খেলেছিলেন ১৫ টা ম্যাচ, তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে আসন্ন মরশুমে দলে ধরে রাখলো সাদা কালো ব্রিগেড।
সিরিয়ার বিখ্যাত ক্লাব আল ক্রামাহ’তে কেরিয়ার শুরু করেছিলেন এই ফুটবলার।২০১৩ সালে যোগদান করেন।জর্ডান লিগের ক্লাব আল -আসলাহ’তে।এরপর মধ্যে প্রাচ্যের একাধিক নামজাদা ক্লাবে খেলে তিনি ২০২১সালে যোগদান করেন মহামেডানে।
ক্লাবের হয়ে ডুরান্ডের প্রতিটি ম্যাচে খেলেছিলেন।দীর্ঘ ৪০ বছর পর মহামেডানের কলকাতা লিগ জেতার পিছনে তার ভূমিকা ছিল অপরিসীম।আন্তর্জাতিক স্তরে সিরিয়ার অনূর্ধ ২০ দলে খেলেছিলেন এই ফুটবলার।বৃহস্পতিবার তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সাদা কালো ব্রিগেড।