Kiyan Nassiri: সমর্থকদের সামনে খেলার তৃপ্তিই আলাদা: কিয়ান

Kiyan Nassiri

গতবার ডার্বিতে একটা হ্যাটট্রিক। তারপর বিখ্যাত হয়ে গিয়েছেন কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। কিয়ানকে এখন আর জামশেদ নাসিরির পুত্র বলে পরিচয় দিতে হয় না৷ ডার্বি হ্যাটট্রিক এর পরে নিজস্ব পরিচয় পেয়ে গিয়েছেন মোহনবাগানের এই ফুটবলারটি। সামনে দীর্ঘ মরশুম, আগামী মরশুমে কঠোর পরিশ্রম করে নিজেকে আরও ভালো স্ট্রাইকার হিসেবে মেলে ধরতে চান কিয়ান।

Advertisements

এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,‘ ফুটবল ও দলের প্রতি শ্রদ্ধা রেখে যদি আরও পরিশ্রম করতে পারি তাহলে আগামী মরশুমে প্রতিদিন আরও উন্নতি করার সুযোগ আমার সামনে রয়েছে। তাই এই মরশুমে আমার লক্ষ্য থাকবে আরও পরিশ্রম করা ও খেলোয়াড় হিসেবে নিজেকে আরও উন্নত করে তোলা ।

এবার বিভিন্ন টুর্নামেন্টে আরও বেশি সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পাব। যেটা আমার পক্ষে খুবই ভালো হবে। কারণ যত বেশি মাঠে থাকব তত ভালো করে দলের সঙ্গে মানিয়ে নিতে পারব। এবং আসন্ন মরশুমে দলীয় পারফরমেন্সে আমরা আরও উন্নতি করতে পারব। তাছাড়া মরশুম দীর্ঘ হলে রিকভারির জন্য আরও সময় পাব। এবং ভুল শোধরানোর জন্য বেশি সময় পাওয়া যায়। সবদিক থেকেই ব্যাপারটা খুবই ভালো হতে চলেছে।’

Advertisements
Isl
নাছোড়বান্দা কিয়ান নাসিরি।

গতবার মাঠে সমর্থক ছিল না। এবার অবশ্য সমর্থকদের সামনেই মোহনবাগানকে এফসি কাপ ইন্টার জোনাল সেমিফাইনাল খেলতে হবে সল্টলেক স্টেডিয়ামে। সমর্থকদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে বলে মনে করছেন কিয়ান। তিনি বলেন, ‘ সারা মরশুম দর্শকহীন গ্যালারির সামনে খেলার পরে এফসি কাপের গ্রুপ পর্বে আমরা খেলেছিলাম

নিজেদের সমর্থকে ঠাসা গ্যালারির সামনে।তৃপ্তি পেয়েছিলাম। দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছিল ওই ম্যাচগুলোতে। সমর্থকদের চিৎকারে আমাদের জেতার খিদেও শক্তি দুটোই বেড়ে যায়। তখন শুধু নিজেদের জন্য নয় গ্যালারিতে থাকা প্রতিটি সমর্থকের জন্য যে তার তাগিদটা বেড়ে যায়, এবারও আশা করি সেরকম কিছু হবে।’