কয়েকদিন আগেই বাংলা দলের সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করা হয় বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে। যেখানে এবার রয়েছে মোট ২২ জন প্রতিভাবান খেলোয়াড়ের নাম। । যারমধ্যে অনেকেই ময়দানের বহু পরিচিত মুখ। রয়েছেন, অরিজিৎ বাগুই থেকে শুরু করে ইস্টবেঙ্গল ও মহামেডানের মতো দুই প্রধানে খেলা গোলরক্ষক তথা শঙ্কর রায়।
এছাড়াও আছেন, দেবনাথ মন্ডল, রানা ঘরামী, উজ্বল হালদারের মতো ফুটবলার। তবে সেখানেই শেষ নয়। জিতেন মুর্মু, চাকু মান্ডি সহ মোহনবাগান দাপিয়ে খেলা ফুটবলার শুভ ঘোষ,ও রাজ বাঁশফোর সহ লাল-হলুদের জুনিয়র দলের ফুটবলার দ্বীপ সাহাও এবার আছেন এই স্কোয়াডে। উল্লেখ্য, এবছর শঙ্কর রায়ের নেতৃত্বে সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে বাংলা দল।
সেইমতো গতকাল অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিয়েছে গোটা দল। আসলে এবার পাঞ্জাবের মাটিতেই নিজেদের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচ খেলবে বাংলা দল। তবে এবার কিছুটা বদল এসেছে সেই সূচীতে। উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী সপ্তাহের প্রথমদিকে অর্থাৎ সোমবার ওডিশার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে শঙ্কররা। তবে এক্ষেত্রে সকাল ৮টা থেকে ম্যাচ হওয়ার কথা থাকলেও বদলেছে সেই সময়। যতদূর জানা গিয়েছে, এক ঘন্টা পিছিয়ে সকাল ৯টা থেকে শুরু হবে সেই ম্যাচ।
উল্লেখ্য, এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ভালো ফল করার লক্ষ্যে বেশ কয়েকদিন আগেই নতুন কোচের নাম ঘোষণা করেছে বাঙলার ফুটবল সংস্থা। নয়া মরশুমে দায়িত্ব পেয়েছেন রঞ্জন চৌধুরী। এবার তাকে সামনে রেখেই সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছে সকলে।