সন্তোষ ট্রফির ম্যাচ গুলির এবার সময় বদল, জেনে নিন

গত মরসুমে এই সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল সঞ্জয় সেনের ছেলেরা (Santosh Trophy)। শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে কেরালা দলকে পরাজিত করে ঐতিহ্যবাহী এই…

santosh-trophy-match-timing-changed

গত মরসুমে এই সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল সঞ্জয় সেনের ছেলেরা (Santosh Trophy)। শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে কেরালা দলকে পরাজিত করে ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার ছেলেরা। গোল পেয়েছিলেন রবি হাঁসদা।

Advertisements

সেই নিয়ে খুশির আমেজ দেখা গিয়েছিল বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে। এবার সেই টুর্নামেন্ট নিজেদের ঘরে রেখে দেওয়াই প্রধান চ্যালেঞ্জ সকলের। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন কোচ সঞ্জয় সেন। তাই সবদিক মাথায় রেখেই গত সপ্তাহের মঙ্গলবার খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছিলেন তিনি।

   

বিরাট চমক, এফসি গোয়ায় ফিরছেন জাতীয় দলের এই ফুটবলার

যেখানে ডাক পেয়েছেন মোট বাইশ ফুটবলার। যেখানে অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি এবার সুযোগ পেয়েছেন একাধিক নতুন মুখ। বলাবাহুল্য, গতবার চূড়ান্ত সাফল্য আশার সুবাদে এবার সন্তোষ ট্রফির মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলা দল। একইভাবে খেলবে কেরালা দল। এছাড়াও এই মূল পর্ব থেকেই লড়াই শুরু করবে অসম।

সূচি অনুযায়ী দেখলে আগামীকাল অর্থাৎ ২১শে জানুয়ারি বাংলা দলের প্রথম ম্যাচ। যেখানে তাঁদের লড়াই করতে হবে নাগাল্যান্ডের ফুটবল দলের বিপক্ষে। তারপরে হাতে একদিন বিশ্রাম। আগামী ২৩শে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবসে তাঁদের দ্বিতীয় ম্যাচ।

যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে উত্তরাখন্ড।একদিন পর ফের ম্যাচ। আগামী ২৫শে জানুয়ারি তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী রাজস্থানের বিপক্ষে। ‌সেই ম্যাচের পরেই দিন কয়েক বিরতির পর চতুর্থ ম্যাচ। ২৮শে জানুয়ারি তাঁদের লড়তে হবে তামিলনাড়ুর সাথে।

তারপর শেষ ম্যাচ ৩০শে জানুয়ারি। যেখানে তাঁদের লড়াই করতে হবে আসামের বিপক্ষে। তবে এক্ষেত্রে বদল করা হয়েছে ম্যাচের সময়। পূর্বে জানা গিয়েছিল যে দুপুর ১ টা বেজে ৩০ মিনিট থেকে শুরু হবে অধিকাংশ ম্যাচ। তবে এবার সেই সময় আয়োজিত হতে চলা ম্যাচ গুলিকে পিছিয়ে দেওয়া হয়েছে আরও কিছুটা।

যারফলে দেড়টার ম্যাচ গুলি আয়োজিত হবে দুপুর দুটো থেকে। তারপর সূচি অনুসারে আগামী ৮ই ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল। আগের সিজনের অনবদ্য লড়াইয়ের পর এবার কতটা নজর কাড়তে পারেন দলের ফুটবলাররা এখন সেটাই দেখার।

Advertisements