মনোতোষ-রবির দাপুটে পারফরম্যান্সে জয়ের ধারা বজায় রাখল বাংলা দল

গতবারের হতাশা ভুলে এবার সন্তোষ ট্রফির (Santosh Trophy) দারুন ছন্দে রয়েছে বাংলা দল। দিন কয়েক আগেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঝাড়খন্ড দলকে পরাজিত করেছিল মনোতোষ মাঝিরা।…

Santosh Trophy Bengal

short-samachar

গতবারের হতাশা ভুলে এবার সন্তোষ ট্রফির (Santosh Trophy) দারুন ছন্দে রয়েছে বাংলা দল। দিন কয়েক আগেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঝাড়খন্ড দলকে পরাজিত করেছিল মনোতোষ মাঝিরা। এবার সেই ধারাই বজায় থাকল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার দুপুরে কল্যাণী স্টেডিয়ামে শক্তিশালী উত্তরপ্রদেশের মুখোমুখি হয়েছিল চাকু মান্ডিরা। সম্পূর্ণ সময়ের শেষে ৭-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল সঞ্জয় সেনের ছেলেরা। এদিন বাংলা দলের হয়ে ৪টি গোল করলেন রবি হাঁসদা। সেইসাথে এই ম্যাচে তিনটি গোল পান মনোতোষ মাঝি।

   

টানা দুই ম্যাচ জয়ের ফলে যথেষ্ট আত্মবিশ্বাস বাড়বে দলের সকল ফুটবলারদের। বর্তমানে দুই ম্যাচে ৬ পয়েন্ট পাওয়ার পাশাপাশি ১১ গোল নিয়ে গ্ৰুপ পর্বের শীর্ষস্থানে উঠে আসলো সঞ্জয় সেনের ফুটবল দল। বলাবাহুল্য, ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে খেলতে দেখা গিয়েছিল বাংলা দলের ফুটবলারদের। শুরুতে ইউপির তরফে বেশ কয়েকবার আক্রমণ সংগঠিত করার চেষ্টা থাকলেও সেটা খুব একটা কাজে আসেনি। বরং ম্যাচের ৮ মিনিটের মাথায় আক্রমণে উঠে প্রথম গোল করে যান রবি হাঁসদা। তাঁর ঠিক মিনিট তিনেকের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল করে যান মনোতোষ মাঝি।

কিন্তু তারপরেও আক্রমণ থামায়নি বাংলা দল। সময় এগোনোর সাথে সাথেই আরও ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে‌ন মনোতোষরা। ১৭ মিনিটের মাথায় চলে আসে তৃতীয় গোল। যারফলে কার্যত নাস্তানাবুদ হওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল প্রতিপক্ষ দলের।‌ তারপর আরও দুইটি গোল চলে আসে রবি-মনোতোষের পা থেকে। যারফলে প্রথমার্ধের শেষে ৫ গোলের ব্যবধানে এগিয়ে থাকে বাংলার ফুটবল দল। তবে দ্বিতীয়ার্ধেয শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পরিবর্তে মূলত পাসিং ফুটবলের দিকেই নজর দিতে দেখা যায় শেখ সুফিয়ানদের।

মাঝে মধ্যেই ফাঁক তৈরি হচ্ছিল দলের রক্ষণে। সেই সুযোগ কাজে লাগিয়েই ব্যবধান কমাতে তৎপর হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের ফুটবল দল। কিন্তু চাকু মান্ডিদের উপস্থিতিতে খুব একটা সুবিধা করতে পারেনি প্রতিপক্ষ। বরং আরও দুইবার প্রতিপক্ষের গোলে বল ঠেলে দেন রবি হাঁসদা। শেষ পর্যন্ত সাত গোলের বিরাট ব্যবধানে আসে জয়। পরবর্তী ম্যাচে বিহারের বিপক্ষে ও এমন আগুনে পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে বাংলা দলের ফুটবলারদের।