‘শুভমন ছাড়াই এশিয়া কাপের একাদশ!’ শাস্ত্রীর মন্তব্যে ঘিরে জল্পনা তুঙ্গে

৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)। কিন্তু ১০ সেপ্টেম্বর আরব আমির শাহির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় দল…

Sanju Samson should open in Asia Cup 2025 Ravi Shastri opposes dropping him for Shubman Gill

৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)। কিন্তু ১০ সেপ্টেম্বর আরব আমির শাহির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় দল (India Cricket Team)। আর সেই দল নিয়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson) ও তরুণ তারকা শুভমন গিল (Shubman Gill)। গিলের দলে জায়গা পাওয়া নিয়ে অনেকেই মনে করছেন, তিনিই ওপেন করবেন এশিয়া কাপে। তবে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri) মতে, সঞ্জুকেই ওপেনিংয়ে দেখা উচিত।

ওমানের বিরুদ্ধে ইতিহাস গড়তে জামিলের ‘পেপ টকে’ চাঙ্গা ভারত!

   

প্রাক্তন কোচ সাফ জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র গিলের ফর্ম দেখেই সঞ্জুকে টপ অর্ডার থেকে সরিয়ে দেওয়া উচিত নয়। তাঁর মতে, সঞ্জু স্যামসনই ভারতীয় টপ অর্ডারে সবচেয়ে বিপজ্জনক ব্যাটারদের একজন। সেই কারণেই ওপেনার হিসেবে তাঁকে খেলানোর পক্ষেই সওয়াল শাস্ত্রীর।

টি-টোয়েন্টি ক্রিকেটে সঞ্জুর পরিসংখ্যান তাঁর দাবিকে আরও জোরদার করে তুলেছে। ২০২৪ সাল থেকে নিয়মিত ওপেনিং করতে দেখা যাচ্ছে তাঁকে। এখনও পর্যন্ত ৪১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৮৬১ রান করেছেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, এই রান এসেছে মাত্র ১২ ইনিংসে। সঙ্গে তিনটি সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে।

https://ekolkata24.com/

Advertisements

অন্যদিকে, যখনই তাঁকে মিডল অর্ডারে নামানো হয়েছে, পারফরম্যান্সে তার ছায়াও পড়েছে। পরিসংখ্যান বলছে, মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ৯ ইনিংসে মাত্র ২৯ রান করেছেন তিনি। এই ফারাকই স্পষ্ট করে দেয়, সঞ্জুর জায়গা ওপেনিংয়েই।

রবি শাস্ত্রী বলেন, “উপরের সারির তিনজন ব্যাটারের মধ্যে ওই সবচেয়ে বিপজ্জনক। এমন অনেক ম্যাচে একার হাতে ভারতকে জিতিয়েছে। গিলকে ওর জায়গায় খেলানো সহজ হবে না। সঞ্জুর টি-টোয়েন্টি রেকর্ড নিজেই তার প্রমাণ দেয়। আমি চাই ও-ই ওপেন করুক, গিল বরং অন্য কোনও পজিশনে ব্যাট করুক।” তিনি সংযোজন করেন, “সঞ্জু যেমন খেলে, তেমনই খেলুক। ওকে বদলে দেওয়ার প্রয়োজন নেই। ওপেনিংয়েই ওকে বিধ্বংসী মেজাজে পাওয়া যাবে।”

Sanju Samson should open in Asia Cup 2025 Ravi Shastri opposes dropping him for Shubman Gill