এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) অপেক্ষা প্রায় শেষ। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে ম্যাচ দিয়ে মরু দেশে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। প্রথম ম্যাচ ঘিরে দেশজুড়ে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে সবকিছুর মাঝে চর্চার কেন্দ্রে এখন ভারতের সম্ভাব্য একাদশ। কারণ, স্কোয়াডে থাকলেও সঞ্জু স্যামসনকে (Sanju Samson) প্রথম ম্যাচের একাদশে দেখা যাবে না বলে প্রকাশিত হচ্ছে একাধিক রিপোর্ট। ইতিহাস গড়েও সম্ভবত বাদ পড়তে পারেন তিনি।
এক নয়, UP থেকে খেলবে চার দল? IPL নিয়ে বোর্ডকে অনুরোধ যোগী আদিত্যনাথের
একাদশের শুরুতেই বড় সিদ্ধান্ত, ওপেনিংয়ে দেখা যেতে পারে সহ-অধিনায়ক শুভমন গিল ও অভিষেক শর্মাকে। আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে থাকা অভিষেক তাঁর বিধ্বংসী ফর্মের জন্য দলে জায়গা নিশ্চিত করেছেন। বাঁ-হাতি অভিষেক ও ডান-হাতি গিলের কম্বিনেশন টিম ম্যানেজমেন্টের কাছে বাড়তি সুবিধা হিসেবে ধরা হয়েছে।
তিন নম্বরে খেলতে পারেন তরুণ তিলক বর্মা। গত কয়েক বছরে এই পজিশনে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন তিনি। যদিও আইপিএল ২০২৫ তার কাছে খুব একটা ভাল যায়নি, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে তার অভিজ্ঞতা ও স্থিরতা তাঁকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। সম্ভাব্য তালিকার চার নম্বরে থাকবেন অধিনায়ক সূর্যকুমার যাদব, যিনি এই মুহূর্তে ভারতের ব্যাটিংয়ের মেরুদণ্ড। ইনিংসের মাঝপথে ছন্দ ধরে রাখার জন্য তাঁর মতো অভিজ্ঞ ব্যাটারের গুরুত্ব অপরিসীম।
খেলা বদলাচ্ছে? ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপে ঐতিহাসিক সাফল্য ভারতের
পাঁচ নম্বরে দেখা যেতে পারে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স তাঁকে দলে অপরিহার্য করে তুলেছে। ছয়ে থাকবেন হার্দিক পান্ডিয়া, যিনি ফিনিশার হিসেবে পরিচিত। তাঁর অভিজ্ঞতা ও চাপের মুহূর্তে খেলার দক্ষতা ভারতীয় দলের অন্যতম সম্পদ।
উইকেটকিপার হিসেবে সুযোগ পেতে পারেন জিতেশ শর্মা। আইপিএলে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করার পরেও আন্তর্জাতিক স্তরে সুযোগ কমই পেয়েছেন। তবে সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে তিনিই হতে পারেন প্রথম পছন্দ।
স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন কুলদীপ যাদব। তার সঙ্গে যোগ দিতে পারেন বরুণ চক্রবর্তী। মিডল ওভারে দু’জনের রিস্ট স্পিন ও ‘মিস্ট্রি’ স্পিন সংযুক্ত আরব আমিরশাহির উইকেটে কার্যকরী হতে পারে।
পেস আক্রমণে থাকছেন অর্শদীপ সিং, যশপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া। বুমরাহর নেতৃত্বে এই পেস ইউনিট যে কোন ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে সক্ষম। অর্শদীপের পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে কার্যকারিতা ভারতের জয়ের বড় চাবিকাঠি হতে পারে।
এশিয়া কাপে নিজেদের ‘ব্রহ্মাস্ত্র’ ফাঁস করে ভারতকে হুঁশিয়ারি পাক অধিনায়কের
তবে এসব কিছুর মাঝে সবচেয়ে বড় প্রশ্ন সঞ্জু স্যামসনের জায়গা হবে না কেন? সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা সঞ্জুকে বাইরে রেখে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও নির্বাচকরা জানাচ্ছেন, গিলের অভিজ্ঞতা এবং দলের ভারসাম্য রক্ষাই এই সিদ্ধান্তের মূল কারণ। তবে যদি প্রথম ম্যাচে ব্যাটিং অর্ডার ব্যর্থ হয়, স্যামসনের দলে প্রত্যাবর্তন খুব একটা সময়ের অপেক্ষা হবে না।
সম্ভাব্য একাদশ (ভারত বনাম UAE) : শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটকিপার), কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, যশপ্রীত বুমরাহ
Sanju Samson like to dropped from India Cricket Team squad in Asia Cup 2025 1st match agaisnt UAE