HomeSports NewsSanju Samson : পাক ম্যাচে কত নম্বরে সঞ্জু? ব্যাটিং লাইনআপ ঘোষণা কোচের!

Sanju Samson : পাক ম্যাচে কত নম্বরে সঞ্জু? ব্যাটিং লাইনআপ ঘোষণা কোচের!

- Advertisement -

এশিয়া কাপের (Asia Cup) মঞ্চে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে চর্চিত নাম, সঞ্জু স্যামসন (Sanju Samson)। বিশেষ করে পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে তাঁর খেলা নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। তবে ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটক জানালেন, “সঞ্জু যে কোনো নম্বরে ব্যাট করতে প্রস্তুত এবং সামর্থ্য রাখে।”

India vs Pakistan : ভারত-পাক ম্যাচে অস্বাভাবিক চিত্র! ইতিহাসে প্রথমবার বড় সিদ্ধান্ত আয়োজকদের

   

সাম্প্রতিক সময়ে স্যামসনের ব্যাটিং অর্ডার নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তুঙ্গে। আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে ওপেন করতে দেখা গেলেও জাতীয় দলে তাঁকে কখনও পাঁচ, কখনও ছয় নম্বরে নামানো হয়েছে। আর সেখানেই পারফরম্যান্সে দেখা গিয়েছে ওঠানামা। পাঁচ নম্বরে ভারতের হয়ে স্যামসনের সংগ্রহ মাত্র ৬২ রান, গড় ২০.৬২। কিন্তু ওপেনার হিসেবে তাঁর পরিসংখ্যান দারুণ, ৫২২ রান ও তিনটি টি২০ আন্তর্জাতিক শতরান।

ভারতীয় দলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা নিয়ে টানাপোড়েন চলছে সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মার মধ্যে। জিতেশ এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে দারুণ ছন্দে ছিলেন। তাই ধারণা ছিল, তাঁকেই পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হবে।

India vs Pakistan : কোহলিকে পিছনে ফেলে ভারত-পাক ম্যাচে বিরল রেকর্ডের হাতছানি সূর্যের

উপরন্তু, শুভমন গিলের দলে প্রত্যাবর্তন ও সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়া আরও বাড়িয়েছিল জল্পনা। অনেকেই ভাবছিলেন, গিল ও অভিষেক শর্মা ওপেন করলে স্যামসনের জায়গা থাকবে না। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীর যে ‘কন্টিনিউটি’ পছন্দ করেন, তা আবারও প্রমাণিত হল স্যামসনের প্রতি তাঁদের আস্থায়।

ব্যাটিং কোচ কোটকের বার্তা

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সিতাংশু কোটক বলেন, “সঞ্জু স্যামসন বেশি সময় পাঁচ বা ছয়ে ব্যাট করেননি। কিন্তু তার মানে এই নয় যে তিনি পারেন না। ও যেকোনো পজিশনে খেলতে পারে। দলের প্রয়োজনে যেখানে দরকার, সেখানেই নামবে সঞ্জু।”

তিনি আরও যোগ করেন, “আমাদের ব্যাটিং লাইনআপ এতটাই ফ্লেক্সিবল যে সবাই যেকোনো পজিশনে খেলতে রাজি। আগের ম্যাচে স্যামসন পাঁচে নামার কথা ছিল, আবার পরের ম্যাচে তিনেও নামতে পারে। সবাই জানে নিজের ভূমিকা কী এবং ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।”

স্যামসন কি তিনে খেলতে পারেন?

সূর্যকুমার যাদব ও গম্ভীরের অধীনে ভারতীয় দল এখন ব্যাটিং অর্ডারে অনেক বেশি ফ্লেক্সিবল। আগের ম্যাচে অভিষেক আউট হওয়ার পর তিন নম্বরে এসেছিলেন সূর্যকুমার। তবে তিলক বর্মার উপস্থিতি সেই পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। আগামী ম্যাচগুলোতে যদি তিন নম্বরে সঞ্জুকে দেখা যায়, তাতেও অবাক হওয়ার কিছু নেই।

দলের ভরসা সঞ্জুর উপর

ভারতীয় শিবিরে স্যামসনের প্রতি আস্থা স্পষ্ট। দীর্ঘদিন ধরে তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে, বিশেষ করে তাঁর অভিজ্ঞতা ও ফর্ম বিবেচনা করেই। তিন নম্বরে বা পাঁচে, দল চাইলে স্যামসন যে কোনো ভূমিকায় মানিয়ে নিতে প্রস্তুত। এবিষয়ে স্পষ্ট করে দিয়েছে ম্যানেজমেন্ট।

Sanju Samson batting position in India team backs flexibility ahead of Pakistan match Asia Cup 2025

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular