Sanju Samson : পাক ম্যাচে কত নম্বরে সঞ্জু? ব্যাটিং লাইনআপ ঘোষণা কোচের!

এশিয়া কাপের (Asia Cup) মঞ্চে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে চর্চিত নাম, সঞ্জু স্যামসন (Sanju Samson)। বিশেষ করে পাঁচ…

Sanju Samson batting position in India team backs flexibility ahead of Pakistan match Asia Cup 2025

এশিয়া কাপের (Asia Cup) মঞ্চে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে চর্চিত নাম, সঞ্জু স্যামসন (Sanju Samson)। বিশেষ করে পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে তাঁর খেলা নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। তবে ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটক জানালেন, “সঞ্জু যে কোনো নম্বরে ব্যাট করতে প্রস্তুত এবং সামর্থ্য রাখে।”

India vs Pakistan : ভারত-পাক ম্যাচে অস্বাভাবিক চিত্র! ইতিহাসে প্রথমবার বড় সিদ্ধান্ত আয়োজকদের

   

সাম্প্রতিক সময়ে স্যামসনের ব্যাটিং অর্ডার নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তুঙ্গে। আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে ওপেন করতে দেখা গেলেও জাতীয় দলে তাঁকে কখনও পাঁচ, কখনও ছয় নম্বরে নামানো হয়েছে। আর সেখানেই পারফরম্যান্সে দেখা গিয়েছে ওঠানামা। পাঁচ নম্বরে ভারতের হয়ে স্যামসনের সংগ্রহ মাত্র ৬২ রান, গড় ২০.৬২। কিন্তু ওপেনার হিসেবে তাঁর পরিসংখ্যান দারুণ, ৫২২ রান ও তিনটি টি২০ আন্তর্জাতিক শতরান।

ভারতীয় দলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা নিয়ে টানাপোড়েন চলছে সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মার মধ্যে। জিতেশ এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে দারুণ ছন্দে ছিলেন। তাই ধারণা ছিল, তাঁকেই পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হবে।

India vs Pakistan : কোহলিকে পিছনে ফেলে ভারত-পাক ম্যাচে বিরল রেকর্ডের হাতছানি সূর্যের

উপরন্তু, শুভমন গিলের দলে প্রত্যাবর্তন ও সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়া আরও বাড়িয়েছিল জল্পনা। অনেকেই ভাবছিলেন, গিল ও অভিষেক শর্মা ওপেন করলে স্যামসনের জায়গা থাকবে না। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীর যে ‘কন্টিনিউটি’ পছন্দ করেন, তা আবারও প্রমাণিত হল স্যামসনের প্রতি তাঁদের আস্থায়।

ব্যাটিং কোচ কোটকের বার্তা

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সিতাংশু কোটক বলেন, “সঞ্জু স্যামসন বেশি সময় পাঁচ বা ছয়ে ব্যাট করেননি। কিন্তু তার মানে এই নয় যে তিনি পারেন না। ও যেকোনো পজিশনে খেলতে পারে। দলের প্রয়োজনে যেখানে দরকার, সেখানেই নামবে সঞ্জু।”

Advertisements

তিনি আরও যোগ করেন, “আমাদের ব্যাটিং লাইনআপ এতটাই ফ্লেক্সিবল যে সবাই যেকোনো পজিশনে খেলতে রাজি। আগের ম্যাচে স্যামসন পাঁচে নামার কথা ছিল, আবার পরের ম্যাচে তিনেও নামতে পারে। সবাই জানে নিজের ভূমিকা কী এবং ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।”

স্যামসন কি তিনে খেলতে পারেন?

সূর্যকুমার যাদব ও গম্ভীরের অধীনে ভারতীয় দল এখন ব্যাটিং অর্ডারে অনেক বেশি ফ্লেক্সিবল। আগের ম্যাচে অভিষেক আউট হওয়ার পর তিন নম্বরে এসেছিলেন সূর্যকুমার। তবে তিলক বর্মার উপস্থিতি সেই পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। আগামী ম্যাচগুলোতে যদি তিন নম্বরে সঞ্জুকে দেখা যায়, তাতেও অবাক হওয়ার কিছু নেই।

দলের ভরসা সঞ্জুর উপর

ভারতীয় শিবিরে স্যামসনের প্রতি আস্থা স্পষ্ট। দীর্ঘদিন ধরে তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে, বিশেষ করে তাঁর অভিজ্ঞতা ও ফর্ম বিবেচনা করেই। তিন নম্বরে বা পাঁচে, দল চাইলে স্যামসন যে কোনো ভূমিকায় মানিয়ে নিতে প্রস্তুত। এবিষয়ে স্পষ্ট করে দিয়েছে ম্যানেজমেন্ট।

Sanju Samson batting position in India team backs flexibility ahead of Pakistan match Asia Cup 2025