সন্তোষ ট্রফির জন্য বাংলা থেকে কাদের বেছে নিলেন সঞ্জয় সেন? জানুন

কিছুদিনের অপেক্ষা মাত্র। তারপরেই শুরু হবে ঐতিহ্যবাহী সন্তোষ ট্রফির (Santosh Trophy) নতুন মরসুম। গত সিজনে বাংলা দলের (Bengal Squad) পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও…

Sanjoy Sen Announces Bengal Squad for Santosh Trophy

কিছুদিনের অপেক্ষা মাত্র। তারপরেই শুরু হবে ঐতিহ্যবাহী সন্তোষ ট্রফির (Santosh Trophy) নতুন মরসুম। গত সিজনে বাংলা দলের (Bengal Squad) পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে নয়া সিজনে সাফল্য পেতে মরিয়া সকলে। সেই মর্মেই গত মাসে বাংলা দলের জন্য নতুন কোচ চূড়ান্ত করেছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। রঞ্জন চৌধুরীর পরিবর্তে এবার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন আইলিগ জয়ী কোচ সঞ্জয় সেনের হাতে। তাঁর তত্ত্বাবধানে নতুন সিজনে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকবে বাংলার ফুটবলারদের। সেইমতো এই মঙ্গলবার বিকেলেই ঘোষিত হয়ে গেল এবারের ফুটবল দল।

যেখানে এবার ২২ জন ফুটবলারদের বেছে নিয়েছেন সঞ্জয় সেন। যেখানে প্রথমেই উঠে এসেছে গোলরক্ষক আদিত্য পাত্র এবং সৌরভ সামন্তের নাম। এছাড়াও থাকছেন শঙ্কর রায়। পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন চাকু মান্ডি, রাহুল পুরকায়েত, মদন মান্ডি, রবিলাল মান্ডি, জুয়েল আহমেদ। সেইসাথে আপফ্রন্টে শক্তি বাড়ানোর জন্য থাকছেন ইসরাফিল দেওয়ান, আবু সুফিয়ান, অমরনাথ বাস্কে, তারক হেমব্রম, মনতোষ মাঝি, সুপ্রিয় পন্ডিত, রবি হাঁসদা।

   

এছাড়াও থাকছেন আদিত্য থাপা। পাশাপাশি ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন যথাক্রমে নরহরি শ্রেষ্ঠা, অরিত্র ঘোষ, বিক্রম প্রধান,‌ বাসুদেব মান্ডি, অয়ন মন্ডল, সুপ্রতিপ হাজরা। উল্লেখিত এই সমস্ত ফুটবলারদের নিয়েই সন্তোষ ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন কোচ সঞ্জয় সেন। একটা সময় এই ফুটবল টুর্নামেন্টে বাংলার একচ্ছত্র দাপট থাকলেও সময়ের সাথে সাথে তো অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। শেষ কিছু বছরে দলের পারফরম্যান্স থেকেছে যথেষ্ট হতাশাজনক।

সেই সমস্ত কিছু ভুলেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সূচি অনুযায়ী আগামী ১৬ই নভেম্বর থেকে এবারের অভিযান শুরু করবে বাংলার ফুটবল দল।