CFL: কালীঘাট এমএস-এর হয়ে খেলবেন কাঁচরাপাড়ার সঞ্জয়

কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL)-এর জন্য শুরু হয়ে গিয়েছে দিন গোনা। টুর্নামেন্টে অংশ নিতে চলা সব দলেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। পিছিয়ে নেই কালীঘাট এমএস।…

sanjoy mandi CFL

short-samachar

কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL)-এর জন্য শুরু হয়ে গিয়েছে দিন গোনা। টুর্নামেন্টে অংশ নিতে চলা সব দলেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। পিছিয়ে নেই কালীঘাট এমএস। অন্যান্যবারের মতো এবারেও প্রতিভাবান ফুটবলারদের নিয়ে দল গঠন করেছে কালীঘাট এমএস। সঞ্জয় মান্ডি খেলবেন এই দলের হয়ে।

   

সাউল থাকছেন, অবশেষে বড় সই সংবাদ দিল East Bengal

আসন্ন কলকাতা ফুটবল লিগে কালীঘাট এমএস-এর হয়ে খেলবেন সঞ্জয় মান্ডি। কাঁচপাড়ার এই ফুটবলার এর আগেও খেলেছেন কলকাতা ফুটবল লিগ। একাধিক নামকরা ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। খিদিরপুর, পুলিশ এসি, এরিয়ানের মতো ক্লাবের হয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। খিদিরপুরের হয়ে খেলেছেন দু’বছর।

সঞ্জয় রক্ষণভাগের ফুটবলার। খেলতে পারেন একাধিক পজিশনে। স্বাস্থ্য মোটের ওপর ভাল. সাইড ব্যাক হিসেবে খেলতে বেশি পছন্দ করেন। খেলায় গতি রয়েছে তাঁর। ওভারল্যাপে রান করার মতো ক্ষমতা রয়েছে। তবে দলের প্রয়োজনে সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন।

‘এক বছর সুযোগ পাইনি’, East Bengal ছাড়ার পর বললেন মিরাজ

পাড়ার ফুটবল থেকে কলকাতার ময়দান। সঞ্জয়ের জন্য এই জার্নিটা সহজ ছিল না। প্রীতম কোটালের খেলা খুব পছন্দ করেন। প্রীতমের খেলা ফলো করেন। এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে সার্জিও র‍্যামোসের খেলার ভক্ত সঞ্জয়। দেশের জাতীয় লিগে খেলার ইচ্ছা রয়েছে তাঁর। তবে আপাতত সঞ্জয় মান্ডির ফোকাসে কলকাতা ফুটবল লিগ ২০২৪। কালীঘাট এমএস-এর হয়ে খেলে নিজেকে প্রমাণ করতে চাইছেন তিনি।