৫০ কোটি টাকায় রোহিতকে দলে নিচ্ছেন? স্পষ্ট উত্তর দিলেন গোয়েঙ্কা

IPL 2025-এর জন্য এই বছর একটি মেগা নিলাম হতে পারে। বর্তমানে BCCI এবং ফ্র্যাঞ্চাইজিগুলির মালিকদের মধ্যে নিলাম এবং সম্পর্কিত নিয়ম নিয়ে আলোচনা চলছে। সাধারণত আইপিএলে…

IPL 2025-এর জন্য এই বছর একটি মেগা নিলাম হতে পারে। বর্তমানে BCCI এবং ফ্র্যাঞ্চাইজিগুলির মালিকদের মধ্যে নিলাম এবং সম্পর্কিত নিয়ম নিয়ে আলোচনা চলছে। সাধারণত আইপিএলে মেগা নিলাম হলে যে কোনও দল পুরোপুরি বদলে যায়। গতবার মেগা নিলামে চারজন খেলোয়াড়কে ধরে রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এবার এ সংখ্যা নির্ধারণ করা হয়নি।

ক’জন প্লেয়ারকে রিটেইন, ক’জনকে রিলিজ? IPL নিলাম নিয়ে বড় আপডেট

এই মুহূর্তে সবার নজর মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) দিকে। তাদের অনেক খেলোয়াড় ধরে রাখতে হবে। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, টিম ডেভিড, রোহিত শর্মার (Rohit Sharma) মতো তারকারা আছেন। ফ্র্যাঞ্চাইজি রোহিতকে ধরে রাখবে কি না, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হিটম্যানের বিতর্ক কারও কাছেই গোপন নয়। আইপিএল ২০২৪ মরশুমের আগে তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। হার্দিক পান্ডিয়া দলের নতুন অধিনায়ক হয়েছিলেন। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন সমর্থকদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররাও। কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দলগুলিকে ছয়জনের বেশি খেলোয়াড়কে রিটেইন অনুমতি হয়তো দেবে না। এমন পরিস্থিতিতে আগামী মরশুমে রোহিতের নতুন দলের হয়ে খেলার সম্ভাবনা বেশ প্রবল।

এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল অনুযায়ীসঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ সুপার জায়ান্টসরোহিতকে দলে নেওয়ার জন্য ৫০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে প্রস্তুত। গোয়েঙ্কা এবার এক সাক্ষাৎকারে সেই গুজব উড়িয়ে দিয়েছেন। ‘স্পোর্টস তক’-এর এক সাক্ষাৎকারে তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল।

Advertisements

জবাবে সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, ‘কেউ কি জানেন রোহিত শর্মা নিলামে আদৌ আসছেন কি না? এই সমস্ত জল্পনা কোনও কারণ ছাড়াই। মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ছেড়ে দেবে কি না, তিনি নিলামে আসছেন কি না, সে বিষয়ে কারও কাছে তথ্য নেই। রোহিত যদি নিলামে আসেও, তাহলেও একজন খেলোয়াড়ের ওপর বেতন সীমার ৫০ শতাংশ ব্যবহার করবেন?’

রক্ষণের দুর্বলতা ঢাকতে এই কৌশল অবলম্বন করতে পারেন মলিনা

গোয়েঙ্কা অবশ্য সরাসরি উত্তর দেননি। এরপরেই তিনি জানিয়েছেন, ‘প্রত্যেকেরই উইশ লিস্ট থাকে। আপনি আপনার দলে সেরা খেলোয়াড়, সেরা অধিনায়ককে চাইবেন। আমি আমার দলে যে কাউকে চাইতে পারি। তবে সব ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। সবাইকে পাবেন না।’