Anwar Ali: ‘আমরা মোহনবাগান…’, আনোয়ার ইস্যুতে মুখ খুললেন গোয়েঙ্কা

sanjiv goenka mohun bagan

আনোয়ার আলি (Anwar Ali) প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। কোনওরকম বিরূপ বা বিতর্কিত মন্তব্য না করে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) কর্ণধার স্পষ্ট জানিয়ে দিলেন, “আমরা মোহনবাগান, আমাদের মর্যাদা রয়েছে”।

Mohun Bagan SG: টালিগঞ্জের বিরুদ্ধে বাগানের লক্ষ্য ৩ পয়েন্ট

   

আনোয়ার আলি নতুন মরসুমে কোন দলের হয়ে খেলবেন সে ব্যাপারে এখনও নিশ্চয়তা নেই। আনোয়ার আলির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি। ভারতীয় তরুণ ডিফেন্ডারের ভাগ্য এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটির হাতে। আপাতত কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় ভারতীয় ফুটবল মহল।

মঙ্গলবার এক মিডিয়া সেশনে উপস্থিত ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হোসে মোলিনা, দলের নবাগত বিদেশি জেমি ম্যাক্লারেনরা। ক্লাব কর্ণধারকে সামনে পেয়ে স্বভাবতই উঠেছিল আনোয়ার আলি প্রসঙ্গ। পেশাদারিত্বের সঙ্গেই প্রশ্নের উত্তর দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা।

East Bengal FC: লাল-হলুদে উজ্জ্বল ‘ডি-ডি’ জুটি

কারও নাম না নিয়ে তিনি বলেছেন, “আমরা মোহনবাগান, আমাদের মর্যাদা রয়েছে। কোনওরকমের উস্কানিতেই আমরা পা দিচ্ছি না। মোহনবাগান শুধু একটা ক্লাব নয়, মোহনবাগান হল আবেগ। ফলত এই এই দলের জার্সি পরে যে মাঠে খেলছেন, তাঁর মাথায় রাখা উচিৎ যে এটা ক্লাবের থেকেও বড় কিছু।”

আনোয়ার আলির প্রশংসা করেছেন সঞ্জীব। তরুণ ভারতীয় ফুটবলার প্রসঙ্গে তাঁর বক্তব্য, “আনোয়ার খুব মিষ্টি ছেলে। ফুটবলার হিসেবে ও আমার খুবই পছন্দের একজন।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন