HomeSports NewsSanjiv Goenka: ডুরান্ড ফাইনালের আগে মোহনবাগান নিয়ে আবেগপ্রবণ গোয়েঙ্কা

Sanjiv Goenka: ডুরান্ড ফাইনালের আগে মোহনবাগান নিয়ে আবেগপ্রবণ গোয়েঙ্কা

- Advertisement -

মঙ্গলবার সন্ধ্যায় শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যারফলে আগামী ৩১ আগস্ট নিজেদের ঘরের মাঠে তাঁরা ফাইনাল ম্যাচ খেলবে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচের দিকেই এখন নজর রয়েছে বাংলার ফুটবলপ্রেমীদের। গতবারের মতো এবারও ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য মেরিনার্সদের।

   

অন্যদিকে, প্রথমবারের মতো খেতাব জয়ের হাতছানি পেদ্রো বেনালির নর্থইস্টের কাছে। পুরনো সমস্ত কিছু ভুলে শিলং লাজং ম্যাচের পর এই ম্যাচে ও জয় পেতে চাইবে জন আব্রাহামের ফুটবল দল। বলতে গেলে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হতে চলেছেন সকলে। তাঁর আগেই বুধবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল আরপিএসজি হাউসে। যেখানে উপস্থিত ছিলেন মোহনবাগান (Mohun Bagan) কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)।

যেখানে লখনউ সুপার জায়ান্টের পাশাপাশি মোহনবাগান (Mohun Bagan) দল নিয়েও যথেষ্ঠ আশাবাদী থাকতে দেখা যায় তাঁকে। সেইসাথে ডুরান্ড ফাইনালে বাগান ব্রিগেডকে সমর্থন করার কথাও শোনা যায় গোয়েঙ্কার (Sanjiv Goenka) মুখে। পাশাপাশি তিন বলেন, ‘মোহনবাগান (Mohun Bagan) এবং এলএসজি সকলেই সুপার জায়ান্ট পরিবারের অন্তর্ভুক্ত। সকলের কাছেই অনুরোধ করবো শনিবারের ডুরান্ড কাপ ফাইনালে দলকে সমর্থন করুন দলের পাশে থাকুন। আমরা এই দল নিয়ে যথেষ্ট আশাবাদী। দলের সকলেই যথেষ্ট প্রতিভাবান।’

সেখানেই শেষ নয়। সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) আরও বলেন, ‘এটিকে থেকে শুরু করে এটিকে মোহনবাগান (Mohun Bagan) এবং বর্তমানের মোহনবাগান (Mohun Bagan)সুপার জায়ান্ট। প্রায় দশটি সেরা খেতাবের মধ্যে আমরা ইতিমধ্যেই চারটি জয় করে ফেলেছি। আমরা পাঁচবার ফাইনাল খেলেছি। প্রায় আটবার আমাদের দল প্লে-অফে উঠেছে। অর্থাৎ প্রথম থেকেই আমরা জয়ের সরনীতে থেকেছি। দলের মধ্যে জয়ের মনোভাব বজায় রেখেছি। মাঝে কয়েক মিনিটের মধ্যে অপ্রত্যাশিত কিছু হতেই পারে। সেটা খেলার অঙ্গ। তবে সাফল্য পাওয়ার ক্ষেত্রে বাকিদের থেকে আমরা যথেষ্ট এগিয়ে রয়েছি।’

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular