Bangladesh Football: সানজিদা ও শামসুন্নাহারের নৈপুণ্যে নাসরিন একাডেমির জয়

মোত্তাকিন মুন, ঢাকা: বাংলাদেশের (Bangladesh) সদ্যপুষ্করনীর যুব স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আক্রমণভাগে আলো ছড়ালেন সানজিদা আক্তার ও শামসুন্নাহার। উইমেন’স প্রিমিয়ার লিগে ( মহিলা ফুটবল লীগ) নিজেদের…

Bangladesh Football

মোত্তাকিন মুন, ঢাকা: বাংলাদেশের (Bangladesh) সদ্যপুষ্করনীর যুব স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আক্রমণভাগে আলো ছড়ালেন সানজিদা আক্তার ও শামসুন্নাহার। উইমেন’স প্রিমিয়ার লিগে ( মহিলা ফুটবল লীগ) নিজেদের পরপর দুটি  জয়ের দেখা পেলো নাসরিন একাডেমি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ৭-০ গোলে জিতেছে নাসরিন একাডেমি। এর আগে জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৯-০ গোলে উড়িয়ে লিগে যাত্রা শুরু করেছিল তারা।   

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে অষ্টম মিনিটে এগিয়ে যায় নাসরিন একাডেমি। ডান দিক থেকে উড়ে আসা লম্বা ক্রস ক্লিয়ার করতে পারেননি বৃষ্টি খাতুন। তার সঙ্গেই বলের পিছু ছোটা কৃষ্ণা রানী সরকার সুযোগ কাজে লাগান নিখুঁত টোকায়।

প্রথমার্ধের এক্সট্রা সময়ে বাম দিক থেকে মার্জিয়ার আড়াআড়ি  বল চলে যায় দূরের পোস্টে সানজিদার কাছে। তখন নিজের নৈপুণ্য দেখা সানজিদা আখতার। বল পেয়েই কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।

বক্সের বেশ বাইরে থেকে নেওয়া সুমাইয়ার শট গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ালে স্কোরলাইন হয় ৩-০। সাত মিনিট পর হেডে ব্যবধান আরও বাড়ান শামসুন্নাহার।

Advertisements

এরপর ৬১তম মিনিটে সুমাইয়া, ৬৭তম মিনিটে আবারও গোল করেন সানজিদা। শেষ দিকে শামসুন্নাহার লক্ষ্যভেদ করলে টানা দ্বিতীয় জয় নিশ্চিত হয়ে যায় নাসরিন একাডেমির।

দিনের অন্য ম্যাচে, জামালপুর কাচারিপাড়া একাদশকে ৪-০ গোলে হারায় সিরাজ স্মৃতি সংসদ। ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে ১-১ ড্রয়ে লিগ শুরু করার পর প্রথম জয়ের স্বাদ পেলো সিরাজ স্মৃতি সংসদ পেল। আর দুই ম্যাচের দুই ম্যাচই হারল জামালপুর।