Remove ATK: এটিকে সরিয়ে দেবেন গোয়েঙ্কা, বলছেন দেবাশিস দত্ত

Mohun Bagan Secretary Debashish Dutta

এখনও প্রায়শই সবুজ মেরুন সমর্থকদের মধ্যে জ্বলে ওঠে ক্ষোভের আগুন। তাদের দীর্ঘদিনের দাবী মোহনবাগানের নামের পাশ থেকে সরিয়ে দেওয়া হোক এটিকে (Remove ATK)। কিন্তু এখনও পর্যন্তু ক্লাবের কর্মকর্তাদের সেই বিষয়ে বিশেষ কোনও ভূমিকা পালন করতে দেখা যায়নি। তারা দিয়ে গেছেন শুধু আশ্বাস। আরেকবার এমন আশ্বাস দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশিস। সেখানে ডুরান্ডের শুরু’তে হারের কথা উল্লেখ করেছেন তিনি। রাজস্থান ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরে এবছর ডুরান্ড কাপ অভিযান শুরু করেছে এটিকে মোহনবাগান।

   

দেবাশিস জানিয়েছেন, দলের এমন হারের পর ভীষণ দুঃখ পেয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। এরপর দেবাশীষ বলেন, খুব শীঘ্রই গোয়েঙ্কা নিজেই সবুজ মেরুন ক্লাবের নাম থেকে এটিকে সরিয়ে দেবেন। ক্লাব সচিবের এমন আশ্বাস বানী’তে কতটা আশ্বস্ত হবে সমর্থক’রা,সেটা নিয়ে প্রশ্ন থাকছেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন