শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া ইতিহাস সৃষ্টি করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। একটি মাত্র গোলের ব্যবধানে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। সবুজ-মেরুনের হয়ে জয়সূচক গোলটি করেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। সেই নিয়ে যথেষ্ট খুশি আপামর মোহন জনতা। উল্লেখ্য গত মরসুমের মতো এবার ও খুব সহজেই লিগ শিল্ড জয় করেছিল জোসে মোলিনার ছেলেরা। এবার সেই ছন্দ বজায় রেখেই আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হল মেরিনার্সরা।
Also Read | ভারত সেরা মোহনবাগান! মমতা বললেন “আমরা গর্বিত”
দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি মোহনবাগান সুপার জায়ান্টের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka)। ম্যাচ শেষে গনমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমাদের কাছে এটা খুবই আনন্দের মুহূর্ত। দল ডাবল করেছে। লিগ শিল্ডের পাশাপাশি দল আইএসএল ট্রফি জয় করেছে। সকল মোহনবাগান সমর্থকদের ভালোবাসা ও আশির্বাদে সাফল্য এসেছে। আমাদের পাশে থাকার জন্য এবং দলকে সমর্থন করার জন্য সকল সমর্থকদের অনেক অনেক ধন্যবাদ।” তাঁর এমন মন্তব্য নিঃসন্দেহে মন জয় করেছে সকল সমর্থকদের।
Also Read | চিংলেনসানার হ্যান্ডবল! আইনের বলে পেনাল্টি মোহনবাগানকে
উল্লেখ্য, প্রথমার্ধে অনবদ্য ফুটবল খেলে ও গোলের মুখ খুলতে পারেনি জোসে মোলিনার ছেলেরা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়িয়ে গোল তুলে নিতে তৎপর ছিল মনবীর সিংরা। কিন্তু হঠাৎ করেই আলবার্তো রদ্রিগেজের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু শিবির। তবে পরবর্তীতে পেনাল্টি আদায় করে সবুজ-মেরুন। সেখান থেকেই দলকে সমতায় আনেন জেসন কামিন্স। নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকার দরুণ ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়। সেখান থেকেই বাজিমাত করেন জেমি ম্যাকলারেন।
Words from the Chairman 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/c31lTz6CZk
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 12, 2025
বলতে গেলে তাঁর করা গোলেই ট্রফি নিশ্চিত করল ময়দানের এই প্রধান। এবার আসন্ন সুপার কাপে সেই ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য দলের সকল ফুটবলারদের।